ট্রেনের দুলকি চালে ফিল্মের প্রমোশন

ট্রেন যাত্রা করতে অনেকেরই ভালো লাগে। হাতে সময় থাকলে এখনও এমন মানুষ আছেন, যাঁরা ফ্লাইটে না গিয়ে ট্রেনে চড়ে বেড়াতে ভালোবাসেন। কিন্তু এটাও ঠিক, ভারতীয় রেলওয়ে আর আগের মত তেমন লভ্যাংশ ফেরত পাচ্ছেনা তাদের পরিষেবার পরিবর্তে। আগেই যা বলা হয়েছে, হাতে সময় থাকলে তবেই আমরা ট্রেনে যাত্রা করতে পছন্দ করি। নইলে সেই বিমানে নিজেদের গন্তব্যে পৌঁছতেই পছন্দ করে সকলে। সাম্প্রতিককালে রেলের আর্থিক সমস্যার সমাধানের জন্য ভারতীয় রেলের কিছু কিছু অংশ বলা ভালো কিছু রুটের ট্রেন, প্ল্যাটফর্ম বেসরকারিকরণ করতে চলেছে রেল।

               তবে এবারে একদম অন্য রকম উদ্ভাবনী পরিকল্পনা নিল ভারতীয় রেলওয়ে। সিনেমার প্রমোশন, টেলিভিশন শো, যে কোনো রকমের সাংস্কৃতিক বা খেলার বিষয় সম্বন্ধীয় অনুষ্ঠানের জন্য বিশেষভাবে রেলওয়েকে ব্যবহার করা যাবে। 'প্রমোশন অন হুইল' নামক এই নতুন প্রকল্পের মাধ্যমে ট্রেনে করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজেদের অনুষ্ঠানের আয়োজন দেখানোর ব্যবস্থা করতে পারবেন উদ্যোক্তারা।

             রেলওয়ে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই ‘অক্ষয় কুমার’ অভিনীত ‘হাউসফুল-৪’ টিম-এর প্রোমোশনের জন্য ট্রেন বুকিং হয়ে গেছে। পশ্চিম রেল, আইআরসিটিসি এবং হাউসফুল টিমের পক্ষ থেকে উক্ত সিনেমার বিশিষ্টজনেরা আজ অর্থাৎ বুধবার মুম্বই সেন্ট্রাল থেকে রওনা হয়ে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নতুন দিল্লি পৌঁছবে। পশ্চিম রেলের তরফে ‘রবিন্দর ভাকর’ জানান, বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ জেলা যেমন সুরাট, ভদোদরা এবং কোটার ওপর দিয়ে ৮টি কোচের ট্রেনটি যাবে। প্রয়োজনীয় শুল্ক ধার্য করে এই প্রকল্পের মাধ্যমে প্রোডাকশন হাউসগুলি ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের ফিল্মের প্রমোশন করতে চাইবে বলে আশা করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটি দেখভাল করার দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...