সেলিমপুর বিচিত্রা অর্গানাইজেশন ও বেঙ্গল সার্ভিস সোসাইটির পক্ষ থেকে ভবানীপুর বিদ্যাঞ্জলি স্কুলের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়| এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৭০ নং ওয়ার্ডের পৌরপিতা অসীম বসু, যার উপস্থিতি এই অনুষ্ঠানকে সর্বাংশে সাফল্যমন্ডিত করে তোলে|
এই অনুষ্ঠানে মূলত পিছিয়ে পড়া মহিলাদের হাতে তৈরী নানা জিনিস যেমন শাড়ি, গয়না, হ্যান্ডমেড চকলেট ইত্যাদি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এই অনুষ্ঠানে| এই অনুষ্ঠানে যা ছিল একটি অনন্য প্রয়াস এমনটা বলা যেতেই পারে| সেলিমপুর বিচিত্রা অর্গানাইজেশন-র প্রতিনিধি শাশ্বতী দত্ত| এছাড়াও ছিল বেঙ্গল সার্ভিস সোসাইটি, যার তত্বাবধানে রয়েছে কাশিপুর ইনস্টিটিউট ফর গার্লস ও কাশিপুর ইনস্টিটিউট ফর বয়েজ দুটি স্কুল যেখানে ৩৫০ জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে পড়ানো হয়| উপস্থিত ছিলেন এই সংস্থার সেক্রেটারি প্রদীপ্তা কানুনগো ও কালচারাল কো অর্ডিনেটর সুরমা নাগ| এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৭০ নং ওয়ার্ডের পৌরপিতা অসীম বসু এই সর্বাংশে সাফল্যমন্ডিত করে তোলার জন্য তাঁর অবদান অনস্বীকার্য| রবিবার সারাদিনব্যাপী চলে এই অনুষ্ঠান|