অনলাইনের সাহায্যে বাইরের দেশে পণ্য রপ্তানিতে আগ্রহী রাজ্য সরকার। বর্তমানে, ক্ষুদ্র শিল্প তালুক তৈরির চেষ্টা চলছে নতুন জেলা আলিপুরদুয়ারের জয়গাঁ ও এথেলবাড়ি এলাকায়। এই দুই জেলা থেকে স্থানীয় শিল্পদ্যোগীদের নিয়ে অনলাইনের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানির ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার।
অনলাইন পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদেশে কিভাবে, কি পরিমানে, কি প্রমান পত্র সহ পণ্য রপ্তানি করা যাবে এ বিষয়ে জেলা শিল্প দপ্তরগুলির মাধ্যমে স্থানীয় শিল্পোদ্যোগীদের নিয়ে কর্মশালার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ কাজে সহায়তা করবে কেন্দ্রীয় সরকার অনুমোদিত ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন। এ ব্যাপারে গত শনিবার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার কনফারেন্স হলে প্রাথমিক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার শিল্পোদ্যোগীরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।
দেশের বাজার সীমিত, এ ক্ষেত্রে দেশের পণ্য যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে জেলা শিল্পোদ্যোগীরা বিশেষ ভাবে উপকৃত হবেন। এ বিষয়ে জেলা শিল্প দপ্তরের জেনারেল ম্যানেজার চন্দন পাল জানিয়েছেন, দেশের সীমিত বাজার ছাড়িয়ে জেলায় জেলায় শিল্প ও ব্যবসায়ের জোয়ার আনতে জেলার শিল্পোদ্যোগীদের উৎপাদিত পণ্য ভিন দেশে বিক্রয় করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তাদের নির্দেশেই এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কর্মশালা আবারও অনুষ্ঠিত হবে। জেলা শিল্প দপ্তর সূত্রে খবর, কর্মশালায় সাহায্য করছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন এর বিশেষজ্ঞরা। প্রথম কর্মশালায় অনলাইন পণ্য পাঠানোর পদ্ধতি শিখতে অংশগ্রহণ করেন আলিপুরদুয়ার, বারোবিশা, জয়গাঁ, ফালাকাটা ও এথেলবাড়ি শহরের ৬০ জন শিল্পদ্যোগী।