৬ ঘন্টায় মিলবে অনুমতি

বিধানসভা ভোটের সময় রাজনৈতিক সমাবেশ-মিছিল এবং এই সংক্রান্ত কার্য সমূহের আবেদন জানানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৈরী করা হয়েছিল 'সুবিধা' নামের অ্যাপটি। কমিশনের নিয়ম অনুযায়ী, কোন সমাবেশ বা মিছিল অনুষ্ঠিত হবার সর্বোচ্চ ৫ দিন থেকে সর্বনিম্ন ৪৮ ঘন্টার ভিতর অনুমতি চেয়ে আবেদন করা যাবে অ্যাপটির মাধ্যমে। অ্যাপ-এ যে কোন রাজনৈতিক প্রার্থী বা দল কর্মসূচি পালনের অনুমতি চাইতে পারেন। এভাবে আবেদনের পর নির্দিষ্ট থানায় কলকাতা পুলিশের আওতায় এই আবেদন পৌঁছে যাবে। আবেদনের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে কর্মসূচি নির্দিষ্ট এলাকায় অনুষ্ঠিত হবে কিনা তা জানিয়ে দেওয়া হবে। 

রাজনৈতিক মিছিল বা কর্মসূচির অনুমতি জানালে পূর্বে তা গ্রাহ্য হল কিনা তা জানাতে থানাগুলির হাতে সময় থাকতো ১৮ ঘন্টা পর্যন্ত। এই সময়সূচি এবার কমিয়ে আনার উদ্যোগ নিল লালবাজার। আবেদনের ভিত্তিতে ১৮ ঘন্টার বদলে ৬ ঘন্টার ভিতরেই অনুমতি দেওয়া হল কি না,তা জানিয়ে দিতে হবে প্রত্যেকটি থানাকে। প্রতিটি থানাকে ৬ ঘন্টার মাপকাঠি জানিয়ে, ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় লালবাজার সূত্রে। আরো জানানো হয় 'সুবিধা' অ্যাপটির মূল উদ্দেশ্য হল, রাজনৈতিক কর্মসূচির অনুমোদন কম সময়ে স্বচ্ছতার সাথে প্রদান করা। এই বিষয়ে স্বচ্ছতা রক্ষা করতে সম্প্রতি বৈঠকে দুইটি ডিভিশনে আধিকারিকদের নির্দেশ দেন পুলিশ কমিশনার রাজেশ কুমার। 

পুলিশ সূত্রে খবর 'সুবিধা' অ্যাপটিতে এখন দিন প্রতি ৫ থেকে ৬ টি রাজনৈতিক কর্সূচির আবেদন জমা পড়ছে। আবেদন মঞ্জুর করতে নির্দিষ্ট থানাগুলি নিকটস্থ থানাগুলির সমাবেশ সময় সূচি মিলিয়ে দেখছে। আপাতত কলকাতার থানাগুলিতে ৬ঘন্টার ভিতর আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...