আইনের চোখে ওরা সাজা প্রাপ্ত। অপরাধের বিচারে ঠাঁই হয়েছে কারগারের অন্তরালে। কিন্তু স্বাভাবিক জীবনে ফেরাতে এবং অপরাধ প্রবণতা কমিয়ে মনের সুকোমল প্রবৃত্তি জাগিয়ে তুলতে সব রাজ্যেই নানারকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে । সে কারনেই কারাগার এখন সংশোধনাগার।
কিছুদিন আগেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন কেরলের সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দিরা। ‘পকেট ফ্রেন্ডলি’ খাবারের কাউন্টার করে। এবার আরও একবার খবরে তারা। এবার একটি পেট্রোল পাম্প সামলাবার দায়িত্ব নিতে চলেছে তারা।
পাঞ্জাব এবং তামিলনাড়ু রাজ্যে সেন্ট্রাল জেলের পেট্রোল পাম্পের দায়িত্ব সামলান কয়েদিরাই। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই কেরলে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।
কেরলের কারা দফতর জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নতুন পেট্রোল পাম্প গড়বে। কারা এলাকায় সেই সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে সাজা প্রাপ্ত বন্দিদের।
প্রতিটি পেট্রোল পাম্পে পনেরো জন করে কয়েদি কর্মী হিসেবে থাকবে। তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। কারা দফতরের নিয়ম অনুযায়ী তাদের পারিশ্রমিক দেওয়া হবে।
কেরলের কারা আধিকারিক ঋষিরাজ সিং জানিয়েছেন, চলতি বছরের শেষ থেকেই এই পরিকল্পনা বাস্তব রূপ দেওয়া হবে। কেরল পুজাপ্পুরার সেন্ট্রাল জেল ক্যাম্পাসে, এছাড়া ত্রিচূর জেলার ভিয়ুর-এ এবং কান্নুর- এ পাম্প নির্মাণের কাজ চলছে।