বন্দিদের তৈরী জিনিস বিকোচ্ছে মেলায়

নতুন শিরোপা জুটলো সংশোধনাগারের বন্দিদের মুকুটে। জীবনের পথে চলতে চলতে করেছে যারা অনেক অপরাধ। বিভিন্ন আইন অনুযায়ী তাদের শাস্তিও ভিন্ন। কিন্তু একটি জায়গায় গিয়ে মিলিত হচ্ছে এইসব বন্দিরা। সম্প্রতি শুরু হয়েছে দমদম উৎসব, চলবে ৯ই জানুয়ারী পর্যন্ত। এবার সেই উৎসবেই জায়গা করে নিলো দমদম সেন্ট্রাল জেলের বন্দিদের হাতে তৈরী কিছু সামগ্রী। এর আগে তাদের তৈরী সামগ্রী বাইরে বিক্রি হলেও এলাকার মানুষদের সামনে তা প্রথমবার এলো। কারা দপ্তরের সূত্রের খবর, লিচুবাগানে এই উৎসবের একটি স্টলে দেদার বিকোচ্ছে বন্দিদের তৈরী নানা সামগ্রী। স্টলে উপলব্ধ ছিল বন্দিদের তৈরী গামছা, ফিনাইল, ফাইল, ব্যাগকাঠের তৈরী ছোট সামগ্রীদমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুন নট্ট জানান, সংশোধনাগারটি পুর এলাকারই অন্তর্গত তাই এই সংশোধনাগারের বন্দিরা কিভাবে হাতেরভ হস্তশিল্পকে কাজে লাগছে তা সকলের সামনে প্রকাশ করা ছিল মূল উদ্দেশ্য। তিনি জানান, মেলায় বিক্রি হওয়া বন্দিদের তৈরী জিনিস সাধারণ মানুষের যথেষ্ট প্রশংসা অর্জন করেছে। আবাসিকরা যেভাবে বন্দিদের হাতে তৈরী জিনিসের প্রতি আগ্রহ দেখাচ্ছে তাতে আগামী দিনে বন্দিদের এই কাজ করার উৎসাহ আরও বাড়বে বলেই আশা কারা দতরের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...