সারা সপ্তাহ অফিস| তারই মাঝে একটা দিন ছুটি| হোক সে পয়লা বৈশাখ বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানের দিন| অফিস ছুটি তাই ভাবলেন, আজ পরিবারের সাথে সময় কাটাবেন| কিন্তু লাস্ট মুহুর্তে আপনার মনে পড়ল, সেইদিনই অফিসে আয়োজন করা হচ্ছে একটি অফিস পার্টির| যাহ, সব প্ল্যান মাটি| অফিসেও যেতে হবে আর পরিবারের লোকজনকেও সময় দিতে হবে| কিন্তু কিভাবে? কিভাবে চারদিক একসাথে ম্যানেজ করে হিরো হবেন সবার সামনে? তারই কিছু টিপস রইলো আপনাদের জন্য|
এইরকম পরিস্থিতি এড়ানোর জন্য প্রথমেই একটি ‘টু ডু’ লিস্ট বানিয়ে চোখের সামনে রেখে দিন| যেই জায়গায় আপনার অবশ্যই চোখ যাবে সেরকম একটি জায়গায় লিস্ট টি রাখুন যাতে কোনদিন কি কাজ আছে তা সবসময় আপনার চোখের সামনেই থাকে| এরই মধ্যে যে কাজগুলো বেশি প্রয়োজনীয় সেইগুলি লিস্টের উপরের দিকে রাখুন যাতে অন্য কাজের জন্য এই কাজগুলি হ্যামপার না হয়ে যায়|
অফিসের ফাঁকে একটু বেড়ানোর ইচ্ছে হলে একদিন তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন| সেই সুযোগে পরিবার নিয়ে কাছাকাছি কোনো আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আসুন বা কোনো ডিনার পার্টির আয়োজন করুন| এতে পরিবারের লোকজনও খুশি আর অফিসের বসও খুশি| অফিস থেকে বেরিয়ে অবশ্য এমন প্ল্যান করুন যাতে পরের দিন অফিস আসতে কোনো অসুবিধা না হয়|
চাকুরিজীবি দম্পতিদের জন্য ছুটির দিন এক হওয়া আবশ্যক| সপ্তাহের শেষে রবিবার তো ছুটি থাকেই তাছাড়া যদি সপ্তাহের মাঝে কোনদিন ছুটি নিতে হয় তাহলে দুইজনই এক দিনে ছুটি নিন| সেই ছুটির দিনে দুজন কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন| আর সেই দিন যদি কোনো প্ল্যান না থাকে তাহলে তো আরও ভালো| সারাদিন দুজন একসাথে থাকবেন| এতে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়|
তাহলে, আপনারা জেনে নিলেন, কিভাবে অফিস করেও পরিবারের লোকজনকে সময় দেবেন| জেনে নিলেন, কিভাবে সারাটা দিন পরিবারের লোকজনদের সাথে কাটিয়েও পরের দিন অফিসের কাজে মনোনিবেশ করবেন| তাই ভবিষ্যতে যাতে এরকম বিপদের সম্মুখীন না হতে হয় তাই আজ থেকেই এই লিস্টটি বানিয়ে রাখার চেষ্টা করুন|