নজির তৈরী করলেন জর্ডনের রাজকুমারী সালমা বিনত আবদুল্লাহ| নিজের দেশের প্রথম মহিলা পাইলটের স্বীকৃতি পেলেন তিনি | জর্ডনের সশস্ত্র বাহিনীর সামরিক বিমান চালনার প্রশিক্ষণ শেষ করে এই কৃতিত্ব অর্জন করেছেন সালমা , সেদেশের রয়্যাল হাশেমাইট কোর্ট এক বিবৃতিতে জানিয়েছেন | মাত্র ১৯ বছর বয়সে তিনি ফিক্সড উইং প্লেন চালানোর এই দক্ষতা অর্জন করেছেন | বুধবার রাজধানী আম্মানের হুসিনিয়া প্রাসাদে তার বাবা জর্ডনের রাজা আবদুল্লাহর হাত থেকে মেডেল ও শংসাপত্র নেন রাজকুমারী| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা জর্ডনের রানী রানিয়া এবং তার বড় ভাই রাজপুত্র হুসেন | রাজকুমারী এর আগে ২০১৮ সালের নভেম্বরে ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে একটি প্লেন চালানোর সংক্ষিপ্ত কোর্সে স্নাতক হয়েছেন|
সালমার বড় ভাই রাজপুত্র হুসেন জর্ডনের সশস্ত্র বাহিনীর প্রথম লেফটেন্যান্ট| বোনের এই সাফল্যে উচ্ছসিত হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হুসেন| লিখেছেন, ‘’ ‘উইংস’ পাওয়ার জন্য অভিনন্দন এবং আরও সাফল্য কামনা করি’’| তিনি আরো লিখেছেন, সালমা বরাবরের মতো মেধাবী এবং কঠোর পরিশ্রমী! জর্ডনের রাজপরিবার বেশ কয়েকজন সদস্যই স্যান্ডহর্স্ট প্রাক্তন শিক্ষার্থী | সালমার ঠাকুরদা প্রয়াত রাজা হুসেন, সালমার বাবা বর্তমান রাজা আবদুল্লাহ এবং যুবরাজ হুসেন।
অবশ্য প্রিন্সেস সালমা ব্রিটিশ সামরিক একাডেমী থেকে স্নাতক প্রথম মহিলা নন। তাঁর বাবার নিজের বোন অর্থাৎ পিসি রাজকুমারী আয়েশা বিনতে হুসেন, প্রথম আরব মহিলা যিনি সানহর্ডে অংশ নিয়েছিলেন এবং ১৯৮৭ সালে স্নাতক হন।পরে তিনি জর্দানের বিশেষ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর আর এক পিসি রাজকুমারী ইমান ২০০৩ সালে স্যান্ডহর্স্ট থেকে স্নাতক হন।তবে জর্ডনের সামরিক বাহিনীর থেকে এই স্বীকৃতি পেলেন প্রথম সালমাই |