ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। জানা গিয়েছে যে বর্তমানে তাঁর প্রাইভেনটিভ কেমোথেরাপি চলছে। কিন্তু কী ধরণের ক্যান্সার হয়েছে কেটের। এই বিষয়ে কিছুই জানাননি তিনি।
তিনি আরও জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের শেষ থেকে চিকিৎসা শুরু হয়েছে তাঁর।
যুবরানী কেনসিংটন প্যালেসের প্রকাশিত ভিডিওতে জানিয়েছেন যে লন্ডনে তাঁর পেটের অস্ত্রোপচার হয়েছে। তখন ভেবেছিলেন এটা আর যাই হোক ক্যানসার নয়। ভিডিওতে তিনি জানিয়েছেন যে অস্ত্রোপচার সফল হয়। কিন্তু অস্ত্রোপচারের পর পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে। তিনি আরও জানিয়েছেন, ক্যানসার একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। তাই চিকিৎসকরা প্রিভেনটেটিভ কেমোথেরাপি শুরু করেছেন।
কিন্তু কী এই প্রেভেন্টেটিভ কেমোথেরাপি? এই বিষয়ে টাইমডটকম সান ফ্রান্সিসোর ক্যালফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অনকোলজিস্ট ডা. ক্যাথরিন ভন লুন (কেটের চিকিৎসায় যুক্ত নন) উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “প্রিভেনটেটিভ কেমোথেরাপি কোনও মেডিক্যাল টার্ম নয়। এর অর্থ হল, বিভিন্ন ধরনের ক্যানসারের ওষুধ এবং চিকিৎসার বিস্তৃত পরিসর। তবে আমার মনে হয়, সবাই একমত হবে যে তিনি সহায়ক কেমোথেরাপির কথা বলতে চেয়েছেন”।
ভ্যান লুন আরও জানিয়েছেন যে ক্যানসার রোগীদের জন্য ব্যবহৃত কেমোথেরাপির ওষুধই এই চিকিৎসায় ব্যবহার করা হয়।
এছাড়া ইউসিএলএ জোনসন কম্প্রিহেনসিভ ক্যানসার সেন্টারের মহিলা স্বাস্থ্য গবেষণার পরিচালক, ডা. বেথ কার্লান জানিয়েছেন যে গুরুতর ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত কেমোথেরাপির তুলনায় সহায়ক কেমোথেরাপিতে সংক্ষিপ্ত কোর্সের প্রয়োজন হতে পারে।