আসন্ন দীপাবলির আগে দেশে জমে থাকা সমস্ত রকম প্লাস্টিক বর্জ্য নিরাপদে নষ্ট করতে বিভিন্ন পুরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং কর্পোরেট সংস্থাগুলির থেকে উপায় জানতে চেয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবসের ভাষণেও তিনি একটি প্লাস্টিকও ব্যবহার না করার জন্য দেশবাসীর কাছে আবেদন রেখেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স(সিএআইটি) প্লাস্টিক বর্জন প্রকল্প গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী জানান, গত দু'বছর ধরে ২রা অক্টোবরের দুসপ্তাহ আগে থেকে সারা দেশে 'স্বচ্ছতাই সেবা' নামক অভিযানের মাধ্যমে স্বচ্ছতা অভিযান চালানো হয়। এ বছর সেটা তিনি ১১সেপ্টেম্বর থেকে শুরু করার কথা ঘোষণা করেছেন। গান্ধীজির সার্ধ শতবর্ষকে সামনে রেখে স্বচ্ছ ভারত অভিযানকে অন্য মাত্রা দিতে চাইছেন প্রধানমন্ত্রী। তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান, সমগ্র দেশবাসীকে একসঙ্গে ‘সিঙ্গল ইউজ প্লাস্টিক’ ব্যবহারের অবসান করতে হবে। ঘর হোক বা গলি, চক, চৌরাস্তা অথবা নর্দমা, স্কুল, কলেজ থেকে সমস্ত সার্বজনীক ক্ষেত্রে স্বচ্ছতার মহা অভিযান চালাতে হবে। "এই বছর প্লাস্টিকের ওপর বেশি জোর দিতে হবে। এ বছর দেশের সমস্ত জনতাকে নিয়ে প্লাস্টিকের বিরুদ্ধে নতুন যুগের ভিত্তিপ্রস্তর স্থাপন করব আমরা এবং তা উৎসর্গ করব গান্ধীজিকে"-জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্লাস্টিক পুনর্ব্যবহার করা যেতে পারে, জ্বালানিতেও পরিণত করা যেতে পারে, তাই দেশের বিভিন্ন প্রান্তে জমে থাকা প্লাস্টিক বর্জ্য নিরাপদে নষ্ট করতে বিভিন্ন রাজ্যের সরকার, পুরসভা, পঞ্চায়েত, জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং কর্পোরেট সস্থাগুলির থেকে উপায় জানতে চান তিনি। তিনি চান গান্ধী জয়ন্তী এ বছর এক 'বিশেষ শ্রমদানের উৎসবের দিন' হিসেবে পালিত হোক।
Are you ready to make India free from single use plastic and pay tributes to Bapu on his 150th birth anniversary? #MannKiBaat pic.twitter.com/4APune12mS
— Narendra Modi (@narendramodi) August 25, 2019