দশটি নতুন বন্দে ভারত উদ্বোধন করল প্রধানমন্ত্রী! কোন রুটে চলবে সেই ট্রেনগুলি?

দেশবাসীর জন্য দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের রেল প্রকল্পে ফের শামিল হল আরও দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই ১০টি বন্দে ভারতের মধ্যে একটি নতুন বন্দে ভারত পাচ্ছে বাংলা।

জানা গিয়েছে যে মঙ্গলবার সকালেই প্রধানমন্ত্রী এই সেমি হাইস্পিড ট্রেনগুলি ভার্চুয়ালি উদ্বোধন করেন গুজরাতের আহমেদাবাদ থেকে।

সূত্র থেকে জানা গিয়েছে যে  পশ্চিমবঙ্গে নতুন বন্দে ভারত চলবে নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত। বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হয়েছে এদিন।

এছাড়া আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হয়েছে। সেগুলি হল আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পটনা-লখনউ, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন)।

image_2024_03_12T06_54_47_753Z

জানা গিয়েছে যে এদিন বন্দে ভারত উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি সারা দেশ জুড়ে ৮৫ হাজার কোটি টাকার মোট ছ’হাজার রেল প্রকল্পের শিলান্যাস করেন। এছাড়া আরও জানা গিয়েছে যে বন্দে ভারত ছাড়াও এদিন কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন এবং মালবাহী ট্রেনের উদ্বোধন করেছেন তিনি। রাঁচিগামী নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পেল পশ্চিমবঙ্গ। সেই ট্রেনটি চলবে আসানসোল থেকে হাতিয়া পর্যন্ত।

এখনও পর্যন্ত দেশ জুড়ে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। ফলে, ব্রডগেজ লাইনের মাধ্যমে ২৪টি রাজ্যের এবং ন২৫৬টি জেলাকে এক সুতোয় জুড়ে রেখেছে।

মঙ্গলবার সকালে এই সুখবরটি নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে জানিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদি। রেল উদ্বোধনের আগে তিনি পোস্টে লেখেন, ‘‘আর কিছু ক্ষণের মধ্যে সকাল সোয়া ৯টায় আমি কয়েকটি রেল প্রকল্প এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের শিলান্যাস করব। বন্দে ভারত থেকে শুরু করে মালবাহী ট্রেনও নতুন যাত্রা শুরু করবে।’’

এটা শেয়ার করতে পারো

...

Loading...