'প্রকাশ্য শৌচমুক্ত' গ্রামীণ ভারত-ঘোষণা প্রধানমন্ত্রীর

গান্ধীজির সার্ধশতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে 'প্রকাশ্য শৌচমুক্ত' ঘোষণা করলেন। ২০১৪ সালে স্বচ্ছতা অভিযান শুরু করেন প্রধানমন্ত্রী। সেই সময়েই স্থির হয়েছিল, ২০১৯ সালে গান্ধীজির ১৫০ তম শতবর্ষ উদযাপনের দিন দেশকে, বিশেষত গ্রামীণ ভারতকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করার জন্য স্বচ্ছতা অভিযান চালানো হবে। সেই মতোই গতকাল তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, মাত্র ৬০ মাসে ৬০ কোটি মানুষের জন্য ১১ কোটিরও বেশি শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে।

                একদিকে স্বচ্ছতা, অন্যদিকে বন্যপ্রাণ সংরক্ষণ- এই দুটি বিষয় ছিল মহাত্মা গান্ধীর খুব প্রিয়। আগামী ২০২২ সালের মধ্যে দেশকে প্লাস্টিকমুক্ত করে পরিবেশ সংরক্ষণ করতে হবে। তবে দেশকে প্রকাশ্য শৌচমুক্ত ঘোষণা করলেও বাস্তব পরিস্থিতি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তা বলাই বাহুল্য।

               এদিকে মধ্যপ্রদেশের সংরক্ষণাগার থেকে চুরি হয়ে গেল মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত বেশ কিছু সামগ্রী। ২ অক্টোবর রেওয়া জেলার লক্ষনবাগের বাপু ভবনে রাখা গান্ধীজির ব্যবহৃত জিনিসপত্র এবং একটি পোস্টার চুরি হয়ে গিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ভারতীয় দন্ডবিধির ১৫৩-বি ধারায় (জাতীয় ঐক্যের বিরুদ্ধে উদ্দ্যেশ্যপ্রণোদিত পদক্ষেপ), ৫০৪ ধারায় (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিত মানহানি) এবং ৫০৫ ধারায় বিছিয়া থানায় একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি উত্তরপ্রদেশে আলীগড় জেল থেকে এইদিনে মুক্তি দেওয়া হল ৯ জন বন্দিকে। কারাদণ্ডের মেয়াদ ফুরোলেও জরিমানার টাকা জমা করতে না পারায় এতদিন ছাড়া হচ্ছিলনা এদের।

                               গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর ওপর নির্মিত পোস্টাল স্ট্যাম্প এবং রুপোর কয়েন প্রকাশ করেন। 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...