রামধনু হৃদয়

আপনার হাতে সময় নেই অথচ উত্তর দেওয়া জরুরি। মোবাইলের রাইট অপশনে জিফ বা ইমোজি তে চটজলদি ক্লিক। দু’পক্ষই বুঝে গেল কী বলার ছিল আর বোঝানোর ছিল।

রাগ, অভিমান, ভয়, মনখারাপ কিংবা খুশি সব আছে। ইমোজি কি তে

ইমোজি যেন অনেকটা হায়ারোগ্লিফের মত। চিহ্নে-ছবিতে আবেগ, কথার অদলবদল। এই যুগ ইমোজির যুগ।

প্রেম-প্রতিবাদ- প্রতিরোধ সবেতেই কথা বলে ইমোজি। ধরা থাকে সমকাল।

ইমোজি ক্যাটলগে সাম্প্রতিকতম সংযোজন প্রাইড হার্ট ইমোজি

ছ’রকম বেড়াল, চার রকম বানর আর রংবেরংএর এক ডজন হৃদয় ছিল। কিন্তু তা দিয়ে ছোঁয়া যেত না সব ফর্মের ভালবাসাকে।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ব্রিটিশ আইনকে বাতিল করে ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিল সব ধরনের ভালবাসাকে। আর্টিকেল ৩৭৭। সমকামী যৌনতা আর অপরাধ নয় ভারতে। এক দশকের লড়াইয়ের পর তৃতীয় স্বরের স্বীকৃতি।

আইনি স্বীকৃতি আসলেও সামাজিক স্বীকৃতি আদায়ের পথ কঠিন। সাধারণ মানুষের ভাবনায় বদল আনা সহজ নয়। চাপিয়ে রাখা শিকল, পুরনো ভাবনার জং তুলতে যোগাযোগ মাধ্যম জোরালো হাতিয়ার। সেই পথেই ইমোজি কী-বোর্ডে প্রাইড হার্ট ইমোজি

সব ভালবাসাকে সামাজিক সম্মান দিতে  ইমোজি ক্যাটলগে সাম্প্রতিকতম সংযোজন প্রাইড হার্ট ইমোজি । রামধনু রঙের হৃদয়।

লাল, নীল, সবুজ গোলাপি হৃদয়ের রং রামধনু। সমকামী- রূপান্তরকামী-উভকামী- ক্যুইয়ার মানুষদের রং।

সান ফ্রান্সিসকোর শিল্পী গিলবার্ত বেকার রেনবো ফ্ল্যাগের ডিজাইন করেছিলেন। ১৯৭৮ সালে এর ২৫ জুন গে ফ্রিডম ডে প্যারেডে প্রথম প্রাইড ফ্ল্যাগ উড়ানো হয়। এই পতাকায় অ্যালেন গিন্সবার্গ এবং হিপি আন্দোলনের সাঙ্ঘাতিক প্রভাব ছিল বলে মনে করা হয়। 

ফ্ল্যাগের ডিজাইন বেশ কয়েকবার পরিবর্তন হয়। ২০০৮ সালে শেষ করা ডিজাইন অনুযায়ী এই ফ্ল্যাগে লাল, কমলা, হলুদ, নীল, সবুজ, বেগুনি- এই ছ’য় রঙের ডোরা কাটা দাগ আছে। লাল থাকে ওপরে।

গিলবার্ত বেকার ঘোষিত পুরুষ সমকামী আন্দোলনকারী। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম।

ধন্যবাদ প্রাপ্য ইমোজি ডিজাইনারদের। পাইল অফ পুপ, বেকন বা প্যান কেক ইমোজির পাশাপাশি তারা এমন সিরিয়াস সামাজিক বিষয়কে ইমোজি প্ল্যাটফর্মে আনতে পেরেছেন। 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...