কমছে প্রয়োজনীয় জিনিসের দাম

জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জালে পড়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষেরচাকরির সামান্য টাকা সংসারের খরচ চালাতেই কম পড়ে যাচ্ছে সাশ্রয় তো অনেক দূরের কথা সেই পরিস্থিতিতে সাধারণ মানুষদের মনে স্বস্তি দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হল এক সুখবরকেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে কমানো হতে পারে জিএসটি এখনও অনেকেই আছেন যারা ফ্রিজ বা ওয়াসিং মেশিন কিনতে চেয়েও মূল্যের কথা ভেবে পিছিয়ে আসছে তাদের জন্যই বিশেষত এই সুখবরটি ১৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশেষ অনুষ্ঠানে এসে জানান যে ২৮ টি জিএসটির স্ল্যাব নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করা হয়েছে ৯৯ শতাংশ পণ্যের উপর জিএসটির পরিমান  ১৮ শতাংশের কম করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এর আগে ভিডিও গেমস, ওয়াসিং মেশিন, এসি প্রভৃতির উপর ২৮ শতাংশের জিএসটি মূল্য ধার্য্য করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের পর এইসব সামগ্রীরই দাম কমার সম্ভাবনা দেখা দিয়েছে শনিবার জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নেবে এইসব সামগ্রী ছাড়াও আর কোন কোন সামগ্রীর উপর থেকে জিএসটির পরিমান কমবে সূত্রের খবর অনুযায়ী, জলের হিটার, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, পারফিউম, রং, ট্রাক্টর প্রভৃতি পণ্যের দাম কমার প্রভূত সম্ভাবনা রয়েছে  

এটা শেয়ার করতে পারো

...

Loading...