ডাইরির একটি পাতার দাম ২২ লক্ষ ডলার!

মানুষের অনেক শখ থাকে- যেমন  পুরোনো কয়েন সংগ্রহ, বিশিষ্ট ব্যক্তিদের সই সংগ্রহ, তাঁদের ডাইরি অথবা ডাইরির একটি পাতাও হতে পারে-এই সব আরো কত কি! কিংবদন্তিদের স্মৃতি সংরক্ষণ করে রাখতে চান অনেকেই। কিন্তু জানেন কি এই সব শখের মূল্য ঠিক কত হতে পারে? মনে হতেই পারে শখের আবার মূল্য হয় না কি ! হয় , হয়আর  আজ সেই বৃত্তান্তই বলবো, যা কল্পনার অতীত। 

 

                            বব ডিলান নামটির সাথে পরিচিতি প্রায় সবারই আছে। আর শখের মূল্যের অবতারণার কারণ তাঁর এক সম্পদের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে গায়ক-গীতিকার বব ডিলানের ডাইরির একটি পাতা।আর তার দাম ধার্য করা হয়েছে ২২ লক্ষ ডলার। অবাক লাগলেও, শুধু  তাঁর ডাইরির একটি পাতার বিক্রয়মূল্য এটি

                                    কিন্তু এমন আছে কি এতে ! আছে   ১৯৬৩ সালে ২২বছরের সদ্য যৌবনের চৌহদ্দিতে  পদার্পন করা  ডিলানের  সৃষ্ট বিখ্যাত দ্য টাইমস দে আর -চেঞ্জিং’ গানটির লিরিক। সেই সময়টার মাহাত্ম , গাম্ভীর্য কিছু কম নয়।ষাটের দশক, সারা পৃথিবীজুড়ে এক অস্থিরতা চলছে,কত যে বদলের সাক্ষী সেসময় তার ইয়ত্তা নেই।সেই জাগরণের সময়টাকেই  এই গানের মধ্যে ধরে সৃষ্টি করেছিলেন ইতিহাস,অবশ্যই সংগীতের জগতে। তারপর এই গান  ইতিহাসের সাক্ষী বললেও কম বলা হবে। ষাটের দশকের প্রতিবাদের গানগুলির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত দ্য টাইমস দে আর -চেঞ্জিং।

                             তিনিই পৃথিবীর একমাত্র নোবেলজয়ী গীতিকার। আর তাঁর নিজের হাতে লেখা গানের পাতায় কথার সঙ্গে মিশে থাকা খামখেয়ালি নোটেশনস, মনের ভাব, অস্থিরতা সবটুকু সংগ্রহ করে রাখতে আগ্রহী মানুষের সংখ্যা কম না কি! কয়েক বছর আগে তাঁর লাইক রোলিং স্টোনগানটির লিরিক নিলামে বিক্রি হয়। সেবার দাম উঠেছিল ২০ লক্ষ ডলার। এবার অবশ্য নিলামের মাধ্যমে বিক্রি হচ্ছেনা।লস অ্যাঞ্জেলেসের অটোগ্রাফ ডিলার, গ্যারি জিমেটের ব্যক্তিগত সংগ্রহ থেকে এই লিরিকটি কিনতে পারবেন আগ্রহীরা। যিনি প্রথম আবেদন করবেন, তিনিই পাবেন স্বত্ত্বাধিকার। একইসঙ্গে গ্যারি জিমেট ডিলানের আরও দুটি গানের লিরিক বিক্রি করবেন বলে জানিয়েছেন। এই দুটি হল, সাবটেরানিয়ান হোমসিক ব্লুজএবংলে লেডি লে। এই লিরিকদুটির মূল্য যথাক্রমে ১২ লক্ষ ডলার এবং ৬৫০০০০ ডলার।

 

                            বিশ্বের বহু গীতিকারের ডায়েরির পাতা এমনই লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে থাকে। আর বব ডিলানের মতো নোবেলজয়ী গীতিকারের লেখার দাম যে অন্য অনেকের থেকে অনেক বেশি তা বলা বাহুল্য। ৭৮ বছর বয়সে এসেও তো চিরতরুণের গানের আবেদনও তো তাই সর্বকালের। তার জীবদ্দশায় যদি তার  স্মৃতির এই মূল্য হতে পারে তবে  তাঁর মৃত্যুর পর পৃথিবীর নানা প্রান্তের মানুষের কাছে এই সংগ্রহগুলো  নিঃসন্দেহে বহুমূল্য সম্পদ হতে থাকবে।যদিও কামনা তিনি  দীর্ঘায়ু হন , তাঁর মতো সত্ত্বাদের ছত্রছায়া যে এখনকার অস্থির সময়ে যে বড্ডো  প্রয়োজন।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...