এইচআইভি প্রতিষেধক আসতে চলেছে

#HIV শুনলেই সবাই চমকে ওঠে| এই রোগের আতঙ্কে সবাই ভৃত| কি করে ছাড় পাবো এর থেকে| ভাবার বিষয়!

চলতি বছরের ৪ই জুন নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে এক বিস্ময়কর ঘটনা| ইঁদুর, গিনিপিগ ও বাঁদরের দেহে এইচআইভি প্রতিষেধক-এর যে পরীক্ষা করা হয়েছে তা সফল! এদের দেহে এইচআইভি গঠনতন্ত্রের জরুরি অংশ নিস্ক্রিয় করার ভ্যাক্সিন ব্যবহার করা হয়েছিল| ব্রিটেনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেস-এর ভ্যাক্সিন রিসার্চ সেন্টারের অধীনস্থ স্ট্রাকচারাল বায়োলোজি বিভাগের প্রধান পিটার ডি কোয়ান ও বিজ্ঞানী জন আর মাসকোলার নেতৃত্বে এই গবেষণা চালানো হচ্ছে|

আরো জানা গিয়েছে, এই ভ্যাক্সিন এপিটপ ভিত্তিক| উল্লেখ্য এপিটপটি ২ বছর আগেই তৈরী, এই এপিটপটি দেহে অ্যান্টিবডি যোগায় যাতে আমরা রোগ প্রতিরোধ করতে সক্ষম হই| এইচআইভি স্ট্রেনের ওপর ভিত্তি করে যাতে শরীরে অ্যান্টিবডি যুক্ত হয় সেভাবেই এই ভ্যাক্সিন গঠিত|

পরবর্তী বছর #HIV অ্যান্টিডট মানুষ দেহে সফল ভাবে পরীক্ষিত হবে আশা করা যায়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...