নিউটনের আপেল গাছের অবস্থা এখন কেমন?

নিউটন নাম টা বিজ্ঞান জগতে খ্যাত| বিজ্ঞানী নিউটনের অবদান অপরিসীম| তাঁর আবিষ্কৃত মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব পুরো বিজ্ঞানমহলের কাছে আশির্বাদ|

‘নিউটনের আপেল’ গল্প কে না জানেন! একটি আপেল গাছের নীচে বসে ছিলেন নিউটন। হঠাৎ তাঁর সামনেই গাছ থেকে একটি আপেল পড়ে, নিউটনের টনক নড়ে আর মাধ্যাকর্ষণের সারকথা মাথায় আসে তাঁর|

আবার এই বিতর্কও আছে বিজ্ঞানী মহলে যে ওই এক মুহূর্তেই সূত্রটি নিউটন আবিষ্কার করেননি। এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা থাকলেও এই ঘটনার পক্ষে একাধিক প্রমাণও রয়েছে। সবথেকে প্রথম ও প্রধান প্রমাণ হলো গাছটি নিজেই!

১৬৬৬ সালের সেই ঐতিহ্যবাহী গাছটি আজও বেঁচে রয়েছে। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...