নিউটন নাম টা বিজ্ঞান জগতে খ্যাত| বিজ্ঞানী নিউটনের অবদান অপরিসীম| তাঁর আবিষ্কৃত মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব পুরো বিজ্ঞানমহলের কাছে আশির্বাদ|
‘নিউটনের আপেল’ গল্প কে না জানেন! একটি আপেল গাছের নীচে বসে ছিলেন নিউটন। হঠাৎ তাঁর সামনেই গাছ থেকে একটি আপেল পড়ে, নিউটনের টনক নড়ে আর মাধ্যাকর্ষণের সারকথা মাথায় আসে তাঁর|
আবার এই বিতর্কও আছে বিজ্ঞানী মহলে যে ওই এক মুহূর্তেই সূত্রটি নিউটন আবিষ্কার করেননি। এই ঘটনা নিয়ে অনেক জলঘোলা থাকলেও এই ঘটনার পক্ষে একাধিক প্রমাণও রয়েছে। সবথেকে প্রথম ও প্রধান প্রমাণ হলো গাছটি নিজেই!
১৬৬৬ সালের সেই ঐতিহ্যবাহী গাছটি আজও বেঁচে রয়েছে। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি।