প্রাক-পুজোর মরশুমে সবুজ উপহার ‘নেচার ট্রেল’।

রোজকার কর্মব্যস্ততাময় জীবন থেকে মুক্তি পাবার জন্য মানুষ চায় ঘুরতে যেতে। ইট কাঠ পাথরের নগর ছেড়ে মন চায় প্রকৃতির কোলে গিয়ে সবুজের ঘ্রাণ নিতে। সেই সবুজের আস্বাদ নেবার জন্য থাকছে সুবর্ণ সুযোগ। প্রাকৃতিক ভাবে বেড়ে উঠেছে গাছ, ঘন জঙ্গল উপহার দিতে চলেছে হাওড়ায় নেচার ট্রেল। সরু রাস্তা চলে গিয়েছে নির্জন জঙ্গলের বক্ষ ভেদ করে। রয়েছে নানা জানা-অজানা গাছ। কোথাও গাছের পাতা ভেদ করে আলো মাটিতে এসে পৌঁছাতে পারছেনা। এরকম জঙ্গল যে হাওড়ার মাটিতে থাকতে পারে তার কথা কেউ ভাবতে পারেওনা। তার মধ্যে আছে আঁকাবাঁকা সরু জংলী রাস্তা। লেকের উপর আছে বাঁশের সাঁকো। আছে বাঁশের তৈরী কুঁড়েঘর। রহস্য প্রিয় মানুষদের জন্য এ এক অমোঘ আকর্ষণের জায়গা।

processed-b184c94f-b737-472d-bdf5-ed638d4791c8_6JZFG8nl (1)

এই নেচার ট্রেল থাকছে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে দর্শণার্থীদের জন্য।পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন দফতরের সচিব লীনা নন্দন এর  উদ্বোধন করেন।তিনি ছাড়াও এই অনুষ্ঠানে শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক গার্ডেনের ডাইরেক্টর এ এ মাও, জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং-সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বি গার্ডেনের শতাব্দী প্রাচীন বিখ্যাত বটগাছ পরিদর্শন করেন। গাছ লাগান। সাধারণ মানুষের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় নেচার ট্রেল।

যে মূল্যের বিনিময়ে এতদিন বোটানিক্যাল গার্ডেনে মানুষ টিকিট কিনে ঢুকতে পেরেছে তার বিনিময়েই জনসাধারণ প্রবেশ করতে পারবে নেচার ট্রেলে। ঘন জঙ্গলের সৌন্দর্য ও নিস্তব্ধতা মুগ্ধ করবে দর্শকদের। জঙ্গলের মধ্যে যে রাস্তা রয়েছে তাদের নির্দিষ্ট কিছু নামকরণ করা হয়েছে। পুজোর আগেই আসছে এই দুর্দান্ত সুযোগ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...