নতুন গাড়ি কিনবেন? তাহলে মাত্র ১১,০০০ টাকায় বুক করুন মারুতি সুজুকির সুইফট ফেসলিফট!

ভারতের সবচেয়ে বড় গাড়ি কোম্পানি হল মারুতি সুজুকি। এই কোম্পানি শুধু বিক্রি নয়, জনপ্রিয়তার দিক থেকেও বেশ এগিয়ে রয়েছে সমস্ত গাড়িপ্রেমীদের কাছে। এবার তারা গ্রাহকদের জন্য দেশে নতুন গাড়ি আনছে। যার নাম সুইফট ফেসলিফট। ‘সুইফট’-এর মডেল এর আগেও দেখেছে সবাই। এটা হল সুইফটের চতুর্থ জেনারেশন।

ইতিমধ্যেই সংস্থা চালু করে দিয়েছে গাড়ির অগ্রীম বুকিং। জানা গিয়েছে বুক করতে খরচ পড়বে মাত্র ১১০০০ টাকা। টাকা দিলে একটি টোকেন দেওয়া হবে, সেই টোকেন দিয়েই পেয়ে যাবেন একেবারে নতুন মডলের নতুন গাড়ি।

কেমন দেখতে এই সুইফট ফেসলিফট? দেখা গিয়েছে খুব স্পোর্টি জিজাইনে তৈরি করা হয়েছে এই গাড়িটি। এছাড়া রয়েছে দারুন ফিচার্স এবং ইঞ্জিন। এটি একটি হ্যাচব্যাক গাড়ি। ৪-৫ জন আরাম করে বসতে পারবেন এই গাড়িতে। যাত্রীদের আরামের জন্য এতে পাবেন অটোমেটিক এসি, গান শোনার জন্য স্পিকার এবং টাচস্ক্রিন। এছাড়াও থাকতে পারে ওয়্যারলেস চার্জিংও।

তবে, জাপানে ইতিমধ্যেই এই গাড়িটি উন্মোচন করে ফেলেছে সুজুকি। এখনও পর্যন্ত গাড়ির নির্দিষ্ট কোনও লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে, গ্রাহকদের মধ্যে বুকিং চালু করে দেওয়া হয়েছে। সুত্র থেকে জানা যাচ্ছে এই গাড়িটি চলতি মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে লঞ্চ হতে পারে।

এই গাড়ির ইঞ্জিনে থাকবে কম এমিশনের। অর্থাৎ দূষণ কম হবে। ফলে, গাড়িটি নতুন প্রযুক্তির ইঞ্জিন এবং সংস্থার আশ্বাস যে তরুণ ক্রেতাদের পছন্দ হবে এই ডিজাইন। এছাড়া প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে পারে এই গাড়ি।

জানা গিয়েছে যে নতুন মারুতি সুইফটকে ‘জয় অফ মোবিলিটি’ বলে দাবি করেছে কোম্পানি।

এই গাড়ির দাম দাম কত হতে পারে? জানা গিয়েছে এই গাড়ি লঞ্চ হওয়ার আগের মডেল এবং গ্র্যান্ড ভিটারারের দাম বাড়িয়েছে মারুতি। সুইফটের দাম বেড়েছে ২৫,০০০ টাকা এবং অন্যটির দাম বেড়েছে ১৯,০০০ টাকা। এই মূহূর্তে একাধিক হ্যাচব্যাক এবং SUV গাড়ি রয়েছে, যার মধ্যে অন্যতম গাড়ি হল সুইফট।

ফলে, দামের বিষয়ে খোলসা করে না বললেও, প্রিমিয়াম ডিজাইন ও ফিচার্স বেশি থাকায় স্বাভাবিক ভাবেই গাড়ির দাম কয়েক লাখ টাকা বেশি থাকতে পারে। তবে একপ্রকার নিশ্চিত যে এই গাড়ির ১০ লাখ টাকার কমে থাকবে।

আপনি কী এই গাড়ি ১১,০০০ টাকা দিয়ে প্রি-বুকিং করতে চান?

তাহলে মারুতি সুজুকির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন। অথবা নিকটবর্তী ARENA শোরুমে গিয়েও বুক করতে পারেন। তবে, এই গাড়ি আপনি নেক্সার শোরুমে পাবেন না।

এই বিষয়ে আরও জানতে চান তাহলে ভিজিট করুন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...