প্রবীণ তাম্বের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা

নিলামে ৪৮ বছরের প্রবীণ তাম্বেকে কিনে চমকে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই তাম্বের খেলা নিয়েই তৈরি হল অনিশ্চয়তা।

আইপিএল কমিশনের সিদ্ধান্তের ওপর এখন নির্ভর করছে প্রবীণ তাম্বের খেলা। এক্ষেত্রে মুল সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিসিসিআই এর একটি নিয়ম। নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার সাথে চুক্তি থাকলে খেলোয়াড়রা অন্য কোনো টি- টোয়েন্টি লিগ বা টি-১০ টুর্নামেন্টে খেলতে পারবে না। বিসিসিআইয়ের সাথে চুক্তি থাকলে খেলোয়াড়রা শুধুমাত্র তিন দিন, পাঁচদিনের ক্রিকেট খেলতে পারবে। তাও সেই ক্ষেত্রে বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে সেই ক্রিকেটারদের। প্রবীণ তাম্বে সম্প্রতি আবু ধাবিতে টি- ১০ চ্যাম্পিয়নশিপ খেলেছেন। তাই আইপিএলে খেলতে তাঁর সমস্যা হবে বলে মনে করা হচ্ছে।

বিসিসিআইয়ের শর্ত লঙ্ঘন করার দায়ে তাম্বে আইপিএল থেকে বরখাস্ত হতে পারেন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন প্রবীণ তাম্বের বিষয় আমরা খতিয়ে দেখছি। বিসিসিআইয়ের সাথে চুক্তি থাকলে কাউন্টি ক্রিকেট বা বাংলাদেশে খেলা যেত বা কোনও তিন দিন বা পাঁচ দিনের ম্যাচে। তাই বিষয়টি খুব গুরুতর। বল হাতে তাম্বে মাঠে নামতে পারে কিনা তা এখন সময়ই বলবে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...