সুস্থ থাকা ও সুস্থ রাখা দুটোই বড় দায়িত্ব। বছরের শুরুতেই এই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে 'প্রানাথন'(Pranathon-এর আয়োজন করেছে 'এম সি কে এস প্রানিক হিলিং ট্রাস্ট'(MCKS Pranic Healing Trust-WB)। কলকাতা ছাড়াও শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুরে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি সকাল ৬টায় কলকাতার 'দ্য স্টেডেল'(The Stadel) থেকে এই ম্যারাথন শুরু হবে। ম্যারাথনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের তিনটি ক্যাটাগরি রাখা হয়েছে। যেগুলো হল ২ কিলোমিটার, ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার। এছাড়াও এই ইভেন্টে একটি জুম্বা ড্যান্সের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে অ্যাম্বাসাডর হিসেবে থাকছেন (Sanghvi Dance Centre) 'সাংভি ড্যান্স সেন্টার'-এর কো-ফাউন্ডার ও মেন্টর (Sangeeta Bhuwalka) সঙ্গীতা ভুওয়ালকা।
সুস্থ থাকাই জীবনের মূলমন্ত্র বানিয়ে নিয়েছেন (Cheetaz Running Squad) 'চিতাজ রানিং স্কোয়ার্ড' টিমের অন্যতম সদস্য (Nikhil Ginoria) নিখিল জিনোরিয়া। তাই তাকে 'প্রানাথন'-এর অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ম্যারাথনে অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট। আর যারা এই ম্যারাথনে অংশগ্রহণ করবে তাদের 'প্রানাথন'-এর ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।