ভারতরত্ন সম্মানে ভূষিত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধেয় তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

৮৩ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় ২০১২-২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব ভার সামলেছেন। দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পি ভি নরসীমা রাও এবং মনমোহন সিং-এর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। জাতীয় কংগ্রেসেরও বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী ছিলেন। যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের পদেও ছিলেন তিনি।

১৯৩৫ সালের ১১ অগস্ট বীরভূম জেলার মিরাটিতে জন্ম হয় বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার। কলকাতা বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসে স্নাতক হন। এলএলবির পাঠও সম্পূর্ণ করেন।

এই বছরের জানুয়ারী মাসে ভারতরত্নের জন্য তাঁর নাম ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণব মুখোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে লেখেন,  ‘প্রণব দা’ আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনেতা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...