সবুজকে ফিরিয়ে আনতে ‘প্রকৃতি বন্দন’

সনাতন ভারতীয় সংস্কৃতিতে, শুধু মানুষ নয় গোটা ব্রহ্মান্ডই ঈশ্বরের স্বরূপ। শ্রীমদভগবদ গীতা অনুসারে ‘সনাতন’ শব্দের অর্থ হল, সেই প্রতিভূ যা আগুন, জল, অস্ত্র-শস্ত্রের দ্বারা বিনষ্ট হয় না।

 

ভারতীয় ভাবনা এবং আধ্যাত্মিক দর্শন তাই প্রকৃতিকেন্দ্রিক। তারা বিশ্বাস করে পর্বতমালায় দেবদেবীদের বাস। গবাদী এবং বন্যপ্রাণীকেও পুজো করা হয়। বিষধর নাগরাজও বিশিষ্ট দেবতার স্থানে। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যই গড়ে উঠেছে প্রকৃতির আশ্রয়ে।

 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিবেশ সংরক্ষণ শাখা এবং ‘হিন্দু আধ্যাত্মিক এবং সেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে ভারতীয় সভ্যতায় প্রকৃতির গুরুত্বকে সম্মান দিতে এবং মানুষকে সে প্রকৃতি রক্ষার ব্যাপারে সচেতন করে তুলতে আগামী ২৯ অগাস্ট একটি পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে ‘প্রকৃতি বন্দন’ অনুষ্ঠান। বৃক্ষরোপণ ও বৃক্ষ-পূজার মাধ্যমে।

tOY

নিজের বাড়িতে অথবা পাড়ায় যে কোন গাছ অথবা টবে লাগানো চারা গাছের পুজো করতে হবে। আপনি নতুন চারা গাছও লাগাতে পারেন। সবুজের উচ্ছ্বাসকে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

 


দেশ-বিদেশ থেকে প্রায় ১ কোটি মানুষ অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি পরিবেশ রক্ষার স্বার্থে এই কর্মসূচীতে সকল স্তরের মানুষকে যোগদানের আবেদন জানিয়েছেন।

 


‘হিন্দু আধ্যাত্মিক এবং সেবা ফাউন্ডেশন’র পক্ষ থেকে গুণবন্ত সিং কোঠারীও আবেদন জানিয়েছেন, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের। এই অভূতপূর্ব কর্মসূচীর সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সোনু নিগমসহ আরও অনেক সেলিব্রিটি।
আপনি সঙ্গী হোন প্রকৃতি বন্দনায়। সংস্থার ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আজই নাম নথিভুক্ত করুন নিজের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...