প্রকৃতি মা। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্যই প্রকৃতি নির্ভর। প্রকৃতিকে আশ্রয় করেই গড়ে উঠেছিল এই দেশের সভ্যতার বুনিয়াদ।
ভারতীয় আচার-বিচার এবং পরম্পরায় মিশে আছে প্রকৃতির নানা অনুষঙ্গ। তাই আমরা ভারতীয়রা প্রকৃতির বন্দনা করি মাতৃরূপে। বৃক্ষ আমাদের উপাস্য দেবতা। লতা, বনরাজি, নদী থেকে শুরু করে প্রতিটি জীব - কাউকে ছাড়াই সম্পূর্ণ নয় মহাবিশ্ব। মানবসমাজের ক্ষেত্রেও একই কথা খাটে।
কিন্তু প্রকৃতির ওপর উপর্যুপরি আঘাত বিক্ষুদ্ধ করে তুলছে প্রকৃতিকে। নষ্ট হচ্ছে স্বাভাবিক ভারসাম্য। জলে-স্থলে-অন্তরীক্ষে তার প্রভাব দেখা যাচ্ছে। প্রতিনিয়ত প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে হচ্ছে আমাদের। পাহাড় থেকে সমতল সর্বত্র একই ছবি।
ভারতীয় সভ্যতায় প্রকৃতির গুরুত্বকে সম্মান দিতে এবং মানুষকে সে প্রকৃতি রক্ষার ব্যাপারে সচেতন করে তুলতে একটি পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘হিন্দু আধ্যাত্মিক এবং সেবা ফাউন্ডেশন’। আগামী ২৯ অগাস্ট, রবিবার অনুষ্ঠিত হবে ‘প্রকৃতি বন্দন’ অনুষ্ঠান। বৃক্ষরোপণ ও বৃক্ষ-পূজার মাধ্যমে।
সংস্থার ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। নিজের বাড়িতে কিংবা পাড়ায় যে কোন গাছ অথবা টবে লাগানো চারা গাছের পুজো করতে হবে। আপনি নূতন চারা গাছও লাগাতে পারেন। সবুজের উচ্ছ্বাসকে ফিরিয়ে আনা এই উদ্যোগের মূল উদ্দ্যেশ্য।