দেশে বনসৃজন প্রসারের জন্য এবং সবুজায়নের লক্ষ্যে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যকে কম্পেন্সেটরি অ্যাফরেস্টেশন ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অথরিটি(ক্যাম্পা)-র মাধ্যমে ৪৭,৪৩৬ কোটি টাকা প্রদান করেন।
বর্তমানের আমাজনের বনাঞ্চল ধ্বংস নিয়ে চারদিকে আলোচনার মধ্যে এই ঘোষণা যথেষ্ট তাৎপর্য রাখে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। মোট ২৭টি রাজ্যকে এই অর্থ প্রদান করা হবে। মূলত ক্ষয়প্রাপ্ত বনাঞ্চলে পুনরায় বনসৃজন, অরণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত নদী বা খালের সংস্কার, প্রকৃতির পুনরুজ্জীবন, বন্যপ্রাণ সুরক্ষা, বন্যপ্রাণী বাসস্থানের উন্নয়ন, দাবানল রোধ, জীববৈচিত্র সংরক্ষণ এবং মাটিকে রক্ষা করার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। এছাড়াও অরণ্য সংক্রান্ত গবেষণার কাজেও এই প্রদেয় অর্থ ব্যবহার করা যাবে বলে জানান তিনি। রাজ্য বনমন্ত্রী ও বন কর্তৃপক্ষগুলির সঙ্গে দিল্লিতে এক বৈঠকে জাভড়েকর বলেন, অরণ্য খাতে রাজ্যগুলির জন্য বরাদ্দ বাজেটের অর্থ অন্য কাজে ব্যবহার করা যাবেনা এবং যে তহবিল বরাদ্দ করা হচ্ছে তা রাজ্য বাজেটের অতিরিক্ত। অরণ্য অঞ্চলের পরিধি বাড়াতে এই অর্থ খরচ করা হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। জাভড়েকর স্পষ্ট জানান, ক্যাম্প তহবিলের মাধ্যমে প্রদেয় অর্থ বেতন, ভ্রমণ, ভাতা, চিকিৎসা খরচ বা অন্যান্য খাতে ব্যয় করা যাবেনা। তিনি জানান, দেশে বন ও বৃক্ষ আচ্ছাদিত অঞ্চলের পরিমান বাড়লে ২০৩০ সাল নাগাদ আড়াই-তিন বিলিয়ন টনের সমতুল্য কার্বন-ডাই-অক্সাইড শুষে নেওয়া সম্ভব হবে।
Today handed over Rs 47,436 crores of #CAMPA funds to various states for more Afforestation and achieving green objectives of the country.@moefcc pic.twitter.com/l06ILTOZMs
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 29, 2019
কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, অরুণাচলপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, হরিয়ানা, পঞ্জাব, অসম, বিহার, সিকিম, মণিপুর, গোয়া, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, তামিলনাড়ু এবং কেরল। তহবিল গ্রহণের জন্য ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অ্যাকাউন্ট চালু করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বনসৃজনমূলক কাজকর্ম পরিচালনার জন্য প্রতি বছর ১ কোটি টাকা দেওয়ার অনুমতি দেয়।
I have urged all states, who have received the #CAMPA funds today, to utilize it as per the provisions of the Compensatory Afforestation Funds Rules & not to reduce the State Govt's regular Budgetary allocations for Forest.@moefcc @CMOMaharashtra @CMOfficeUP @goacm pic.twitter.com/ZMvzZSsbHy
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 29, 2019
Handed over sanction letter for Rs 236.48 Cr. to #WestBengal for Afforestation #CAMPA. The issue which was pending for more than a decade has been resolved by @narendramodi govt. pic.twitter.com/PXujw0U9kD
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 29, 2019