আজ থেকে শুরু হল 'প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা'

আজ ঝাড়খণ্ডে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন। ঝাড়খণ্ডের বিধানসভার উদ্বোধন তার মধ্যে অন্যতম। এছাড়াও আর একটি বহুচর্চিত প্রকল্পের উদ্বোধন হল আজ। 'প্রধানমন্ত্রী কিষান মান ধন' প্রকল্পের আজ থেকেই সূচনা হল। এই যোজনার মাধ্যমে ৬০ বছর বয়সের পর থেকে কৃষকেরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন।

                     এই যোজনায় কৃষকরা যত টাকা জমাবেন, কেন্দ্রও সেই একই টাকা তাঁর অ্যাকাউন্টে জমা করবে। বয়সের তারতম্যের ভিত্তিতে এই অ্যামাউন্ট ৫৫ টাকা থেকে ২০০ টাকার মধ্যে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২ হেক্টরের কম জমি আছে এমন কৃষকেরাই এই যোজনার অন্তর্ভুক্ত হবেন। যে কোনো কৃষকের সঙ্গে তাঁর স্ত্রী ও এই স্কীমের অন্তর্ভুক্ত হতে পারেন। সেক্ষেত্রে তাঁকে আলাদা করে টাকা দিতে হবে। যোজনার অর্থ প্রদান করার ভার এলআইসি-কে দেওয়া হয়েছে। ১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকেরা এই যোজনার আওতাভুক্ত হবেন। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করেছেন, সেখানেও এই শ্রমিকদের মাসিক পেনশন প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্ষুদ্র ও মাঝারি দোকানীদের। কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এই প্রকল্পগুলি আসলে বিমা প্রকল্প। এই স্কীমে নিজেদের নাম নথিভুক্ত করানোর জন্য কৃষকদের তাঁদের নিজেদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট বা জনধন-এর পাসবুক নিয়ে যেতে হবে। কমন সার্ভিস সেন্টারের জন্য প্রয়োজনীয় চার্জ ৩০ টাকা সরকারের তরফ থেকে দেওয়া হবে। সেখানকার আধিকারিকেরাই কৃষকের বয়স অনুযায়ী স্কিমের কথা বলে দেবেন। ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত কৃষকেরা জমা করতে পারবেন। প্রথম টাকাটা নগদেই দিতে হবে। তারপর কৃষকদের ইউনিক কিষান পেনশন অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে এবং তাদের নিজস্ব কিষান কার্ড প্রিন্ট হয়ে যাবে।

                যদি ৬০ বছরের আগেই উক্ত কৃষকের মৃত্যু হয়ে যায়, তবে তাঁর স্ত্রী বাকি টাকা জমা করতে পারবেন। যদি স্ত্রী বাকি টাকা দিতে না পারেন, তাহলে যে টাকা জমে হয়েছে, তা সুদ সমেত ওই কৃষকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চাইলে কৃষকেরা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও যোজনার টাকা প্রদান করতে পারবেন। এখনও পর্যন্ত এই যোজনায় ১৩.৭ লক্ষ কৃষকের নাম নথিভুক্ত হয়েছে।

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...