হাতে আর মাত্ৰ ৭দিন বাকি। ময়দান জুড়ে সাজো সাজো রব। ২৭ জানুয়ারি যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান| সেই জন্য জোর কদমে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল শিবির। ডার্বির আগে ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়া অনেকটা অক্সিজেন জুগিয়েছে লাল-হলুদ শিবিরকে সেটা বলাই যায়। চলতি মরশুমের আইলিগের শুরু থেকে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স ছিল বেশ ভালো। তবে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হার পয়েন্ট টেবিলে থমকে দিয়েছিল লাল-হলুদ শিবিরকে।
সেই কারণেই ইন্ডিয়ান অ্যারোজের পর ডার্বি ম্যাচেও ৩ পয়েন্টই লক্ষ্য কোচ আলেসান্দ্রোর। প্রথম ডার্বিতে সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ আলেসান্দ্রো টিম। তবে অতিবিশ্বাস নয়, আত্মবিশ্বাসেই টিমকে ভরসা রাখার কথা বলেছেন কোচ। এই বড় ম্যাচকেই একপ্রকার ফাইনাল ভাবছে গোটা ইস্টবেঙ্গল টিম। কারন ২৭ এর ডার্বিতে সবুজ মেরুন শিবিরকে হারাতে পারলে জয়ের সরণিতে থাকবে লাল-হলুদ শিবির। তাই ময়দানের চিরশত্রুকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান থিঙ্ক ট্যাংক আলেসান্দ্রো। ডার্বিতে মাঠে নামতে পারবেন না লেফট ব্যাক মনোজ মহম্মদ। তা নিয়ে একটুও চিন্তিত নন লাল-হলুদ কোচ। ২০ তারিখ চোট সরিয়ে কলকাতার মাটিতে পা রাখবেন এনরিকে। এনরিকের চোট পুরোপুরি সেরে গেলে তাকে মাঠে নামানোর কথা চিন্তা করছেন লাল-হলুদ কোচ। অন্যদিকে ঘটি-বাঙালের লড়াইয়ে ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা জবি জাস্টিন, বোরহা, কমলপ্রিত, কোলাডোরা। এখন এটাই দেখার ডার্বিতে জয়ের ধারা বজায় রাখতে পরে কিনা লেসলিক্লডিয়াস সরণির ক্লাবটি।