মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের সঙ্গে নবান্নে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর মালিকদের শুক্রবার দুপুরে বৈঠক হয়। এই বৈঠকে হিমঘরের ভাড়া এই মুহূর্তে না বাড়ানোর সিদ্ধান্ত নেয় হিমঘর মালিকরা। ফলে ১ সেপ্টেম্বর থেকে ডাকা অনির্দিষ্ট কালের জন্য আলু বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। যদিও গতকাল এই সংগঠনের তরফে আাগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে অনির্দিষ্ট কালের জন্য আলু বিক্রেতারা ধর্মঘট ডেকেছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসের ১০ তারিখ রাজ্য সরকারের কৃষি বিপণন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল হিমঘরে কুইন্টাল প্রতি আলু রাখার ভাড়া ১৪৮ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হচ্ছে। এই নির্দেশিকাটি পয়লা সেপ্টেম্বর থেকে সরকার কার্যকর করতে চলেছে। 'প্রগতিশীল আলু ব্যাবসায়ী সমিতি' সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পয়লা সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য আলু বিক্রি বন্ধ করার জন্য ধর্মঘট ডেকেছিল। হিমঘরের এই বর্ধিত ভাড়া কবে থেকে সরকার আলু বিক্রেতাদের উপর লাগু করছে বিজ্ঞপ্তিতে তার কোনো উল্লেখ নেই। হিমঘরে যে আলু রাখা হয়েছিল, তার ৫০ শতাংশ হিমঘর থেকে বাজারে চলে গেছে। এখন যে ৫০ শতাংশ আলু হিমঘরে রয়েছে তার উপর, না প্রথম থেকে যত আলু হিমঘরে ছিল তার উপর বাড়তি ভাড়া দিতে হবে তা সরকার স্পষ্ট করে বলে নি। তাই ধর্ঘট ডাকা হয়েছিল।
কিন্তু আজকে সরকারের তরফে সদর্থক সিদ্ধান্তের পর তা থেকে বিরত থাকছেন আলু ব্যবসায়ীরা।