ভ্যান গঘের শেষ মাস্টারপিস

১৯০০ শতাব্দীর পুরনো এক পোস্ট কার্ড। সেই পোস্ট কার্ডের দিকেই নজর এখন সারা বিশ্বের ভ্যান গঘ প্রেমিদের। কারণ এই পোস্ট কার্ডে লুকিয়ে আছে ছবির দুনিয়ার নতুন তথ্যের হদিশ।
জীবনের শেষ এবং অন্যতম সেরা মাস্টারপিসটি কোন জায়গা এঁকেছিলেন তিনি তার সন্ধান দিয়েছে পোস্ট কার্ড।
ভ্যান গঘ ইনস্টিটিউট এর ডিরেক্টর ভ্যান ডেন ভ্যান সম্প্রতি জানিয়েছেন, '১৯০০-১৯১০ সালে এই পোস্টকার্ডটিতে যে ফরাসি গ্রামটি দেখা যাচ্ছে তার সঙ্গে ভ্যান গঘের ছবির অসম্ভব মিল পেয়েছেন তিনি।'
শুধু তাই নয়, ১৮৯০ সালে এই গ্রাম থেকে ১৫০ কিমি দূরে অবর্গ গ্রামের একটি অতিথি নিবাসে ৭০ দিন ছিলেন বিখ্যাত শিল্পী। কাজেই যোগসূত্র থাকা অসম্ভব নয়।
ভ্যান ডেন ভ্যান প্রাপ্ত পোস্ট কার্ডটি আমস্টারডামে ভ্যান গঘ মিউজিয়ামের গবেষকদের কাছে পাঠিয়েছেন। তাঁরা পরীক্ষা চালাচ্ছেন পোস্টকার্ড নিয়ে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...