বেশ কিছুদিন আগে থেকেই মোবাইল ফোনের ক্ষেত্রে শুরু হয়েছে পোর্টেবিলিটি ব্যবস্থা। এই ব্যবস্থায় আমাদের ফোনের নম্বর না পাল্টে নতুন কোনো সিম নতুন কোনো শহরে আমরা নিতেই পারি। এমনও হয়েছে, মোবাইল হারিয়ে গেলেও আমার নিজের নম্বর আমি পেয়ে গেছি এই ব্যবস্থার ফলে। যথেষ্ট সুবাধাজনক এই ব্যবস্থা মোবাইল ফোনের জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। এবারে এমনই ব্যাপার ঘটতে চলেছে মোটরসাইকেল এবং গাড়ির ক্ষেত্রে। আমাদের রাজ্যে পোর্টেবিলিটি চালু হতে চলেছে গাড়ি এবং মোটরসাইকেলের ক্ষেত্রে। এর ফলে কোনো ব্যক্তি তাঁর পুরোনো গাড়ির নম্বর রেখে দিয়েই নতুন কেনা গাড়ি ব্যবহার করতে পারবেন। শুক্রবার ২৮ ডিসেম্বর রাজ্যের পরিবহনমন্ত্রী এ কথা জানিয়েছেন। তিনি জানান, নম্বর পোর্টেবিলিটির সুযোগ নিতে মালিককে তাঁর পুরোনো গাড়ি বা মোটরবাইকের স্ক্র্যাব করতে হবে। তারপরই পুরোনো গাড়ির নম্বর নতুন গাড়িতে ব্যবহারের অনুমতি পাবেন তিনি।
দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হরিয়ানা-তে ইতিমধ্যেই গাড়ির নম্বর পোর্টেবিলিটি করার উদ্যোগ নিয়েছে সেখানকার রাজ্য সরকার। এবারে সেই পদ্ধতি অবলম্বন করতে চলেছে আমাদের রাজ্য সরকার। তবে নম্বর পোর্টেবিলিটির ক্ষেত্রে ফি'জ নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলের জন্য ২,৫০০ টাকা এবং গাড়ির জন্য ১০,০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে ফ্যান্সি নম্বর পেতে গেলে আরও কিছু টাকা দিতে হবে। এভাবে গাড়ি এবং মোটরবাইকের নম্বর পোর্টেবিলিটি শহরের গাড়ির মালিকদের মুখে হাসি ফোটাবে সন্দেহ নেই।