এবার বাজারে এল পোর্শের হাইব্রিড প্রযুক্তি সহ নতুন গাড়ি। এই গাড়িটি মাত্র তিন সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। জার্মান বিলাসবহুল ব্র্যান্ড পোর্শে, এবার উন্মোচন করল এই হাইব্রিড গাড়িটি। শুধু ইঞ্জিন নয়, ব্যাটারি প্রযুক্তিতেও মিলবে এই গাড়ি। শোনা যাচ্ছে, ২০২৪ সাল অর্থাৎ চলতি বছরের শেষের দিকেই অফিসিয়ালি লঞ্চ হবে পোর্শে 911 জিটিএস হাইব্রিড গাড়িটি।
দুর্দান্ত ডিজাইন নিয়ে তৈরি হয়েছে এই গাড়ি। জানা গিয়েছে এটি একটি ২+২ সিটার স্পোর্টসকার। এই স্পোর্টসকারে রয়েছে এলএডি ম্যাট্রিক্স হেডলাইট এবং ফ্রন্ট অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এছাড়া গাড়ির পেছনদিকে রয়েছে কনেক্টেড টেল ল্যাম্প ডিজাইন। তাছাড়া, গাড়ির গ্রিলের ডিজাইন সম্পর্ণ বদলে ফেলেছে পোর্শে সংস্থা।
শক্তিশালী ইঞ্জিনের পাশাপাশি দুর্দান্ত সাসপেনশন সিস্টেম রয়েছে এই গাড়িতে। এছাড়া PASM স্পোর্ট সাসপেনশন এবং অ্যাডাপটিভ ড্যাম্পার রয়েছে গাড়িতে। ইনামিক চেসিস কন্ট্রোলের সুবিধাও রয়েছে এই নতুন গাড়িতে।
এছাড়া, একাধিক ফিচার্স নিয়েই গ্রাহকদের কাছে আসতে চলেছে এই গাড়ি। যেমন ১২.৬ ইঞ্চি কার্ভ ডিসপ্লেম ১০.৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ড্রাইভ মোড, পার্কিংয়ের সময় ভিডিয়ো স্ট্রিমিং, অ্যাপল মিউজিক, স্পটিফাই সাপোর্ট, ক্লাইমেট কন্ট্রোল, ওয়্যারলেস ফোন চার্জার, উচ্চ শক্তির USB-সি পিসিডি পোর্ট, স্ট্যান্ডার্ড অ্যামবিয়েন্ট লাইটিং, রাইডিং মোড, সহ বহু আধুনিক ও নতুন ফিচার্স নিয়ে বাজারে আসছে এই নতুন গাড়িটি।
এই প্রথম কোনও হাইব্রিড গাড়ি নিয়ে এল পোর্শে। এমনিতে হাইব্রিড গাড়ির ব্যপারে সাধারণ মানুষের সেইভাবে কোনও পরিচয় গড়ে ওঠেনি। ফলে, বাজারে গাড়ির তথ্য প্রকাশ্যে আসতেই বাজারে বেশ নজর কেড়েছে এই গাড়ি।
ইঞ্জিন, গতি কিংবা পারফর্মেন্স কেমন রয়েছে এই গাড়িতে?
জানা গিয়েছে এই গাড়িতে ১২V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। এছাড়া তার সঙ্গেই রয়েছে ৮৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। ৩ লিটার টুইন টার্বো বক্সার ইঞ্জিন দেওয়া হয়েছে গাড়িতে যা সর্বোচ্চ ৩৯৪ হর্সপাওয়ার এবং ৪৫০ এনএম টার্বোচার্জার দিয়েছে পোর্শে সংস্থা।
গাড়িতে দেওয়া হয়েছে 3 লিটার টুইন টার্বো বক্সার ইঞ্জিন, যা সর্বোচ্চ 394 হর্সপাওয়ার এবং 450 এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়িতে রয়েছে হালকা ওজনের হাইব্রিড টেক। বক্সার ইঞ্জিনের পাশাপাশি টার্বোচার্জার দিয়েছে সংস্থা। গাড়িতে যে ইঞ্জিন ও ব্যাটারি প্যাক রয়েছে তার সম্মিলিত শক্তি 541 হর্সপাওয়ার এবং 610 এনএম টর্ক।
পোর্শে 911 জিটিএস হাইব্রিড গাড়ির সর্বোচ্চ গতি 312 কিমি প্রতি ঘণ্টা। 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা স্পর্শ করতে সময় নেয় 3.2 সেকেন্ড। কোম্পানির দাবি, এর আগের মডেলের থেকে 8.7 সেকেন্ড গতি বেশি এই গাড়ির।
শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুর দিকে বাজারে লঞ্চ করা হবে এই গাড়িটি। সম্প্রতি, পোর্শে 911 ক্যারেরার দাম ১.৮৬ কোটি টাকা। ফলে, আশা করা যাচ্ছে যে হাইব্রিড গাড়ির দাম এর থেকে বেশিই রাখতে পারে পোর্শে।