Populated cities in India: ভারতবর্ষের ১০ টি জনবহুল শহর কোনগুলি? কলকাতা কত নম্বরে?

বর্তমানে ভারতবর্ষ বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে পরিচিত। ভারতের জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি। ২০২৪ সালের সর্বশেষ জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, ভারতের জনসংখ্যা ১৪২৮.৬ মিলিয়নে পৌঁছেছে, যা চীনকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে গন্য হয়েছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভারতের জনসংখ্যা বার্ষিক প্রায় এক শতাংশের কম হারে বৃদ্ধি পেতে থাকে, তবে আগামী ৭৫ বছরে তা বর্তমান জনসংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। এখন ভারতের জনসংখ্যার প্রায় ৬৮% মানুষ ১৫ থেকে ৬৪ বছর বয়সের মধ্যে এবং ২৬% মানুষ ১০ থেকে ২৪ বছর বয়সের মধ্যে।

হাইলাইটস:

১। ভারতবর্ষ কি বিশ্বের সবথেকে জনবহুল দেশ?

২। ভারতের ১০ টি জনবহুল শহর কোনগুলি?

৩। কলকাতার অবস্থান কত নম্বরে?   

সাম্প্রতিক  সময়ে বিশ্বের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে। সমীক্ষা অনুযায়ী,  বিশ্বের জনসংখ্যা ১ বিলিয়নে পৌঁছাতে কয়েক লক্ষ বছর সময় লাগে,  কিন্তু সেটি ৭ বিলিয়নে পৌঁছাতে  সময় লাগে মাত্র ২০০ বছর। জাতিসংঘের  সমীক্ষা অনুযায়ী, ২০৩০ সালে সারা পৃথিবীর জনসংখ্যা প্রায় ৮.৫ বিলিয়ন  হতে পারে, যা ২০৫০ সালে ৯.৭ বিলিয়ন এবং শতাব্দীর শেষে অর্থাৎ ২১০০ সালে ১০.৯ বিলিয়ন হবে।

তবে বৃহত্তর জনসংখ্যা থাকা সত্ত্বেও, ভারতবর্ষের প্রজনন হার দিন দিন হ্রাস পাচ্ছে। জাতীয় স্বাস্থ্য সমীক্ষা (২০১৯–২১) অনুযায়ী, ভারতের মোট প্রজনন হার ২.০ তে নেমে এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে জনসংখ্যা ২০৫০ সালের দিকে আরও হ্রাস পেতে শুরু করবে।

কিন্তু মেগাসিটি, বৈশ্বিকরণ এবং বিশ্বের নগরায়ণের উত্থানের কারণে, দুই ভারতীয় শহর—দিল্লি এবং মুম্বাই বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ভারতবর্ষের শীর্ষ ১০ টি জনবহুল শহরগুলি হল-

১। দিল্লি

২। মুম্বাই

৩। কলকাতা

৪। বেঙ্গালুরু

৫। চেন্নাই

৬। হায়দ্রাবাদ

৭। আহমেদাবাদ

৮। সুরাট

৯। পুনে

১০। জয়পুর                                                 

  • দিল্লি শহরে ৩৩.৮ মিলিয়নেরও বেশি মানুষ বাস করে, যা মালয়েশিয়া এবং পেরু দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।
  • মুম্বাই, যা ভারতের রাজধানী হিসাবে পরিচিত, সেখানে ২১.৭ মিলিয়ন বাসিন্দা রয়েছে, যা রোমানিয়া এবং নেদারল্যান্ডসের মত দেশের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে।
  • অন্যদিকে কলকাতায় ১৫.৬ মিলিয়ন মানুষ বাস করে, যা গ্রিস এবং পর্তুগালের জনসংখ্যাকে পেরিয়ে গেছে এবং বেঙ্গালুরুতে ১৪ মিলিয়ন মানুষ বাস করে, যা বেলজিয়ামের জনসংখ্যার চেয়ে বেশি।
  • চেন্নাইয়ে ১২ মিলিয়ন মানুষের বসবাস করে, যা কিউবার জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে। হায়দ্রাবাদের জনসংখ্যা হাঙ্গেরির জনসংখ্যার চেয়ে বেশি।
  • অন্যান্য ভারতীয় শহর যেমন আহমেদাবাদ, সুরাট, পুনে, এবং জয়পুরের জনসংখ্যাও হংকং, বুলগেরিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো অন্যতম জনবহুল দেশের জনসংখ্যাকে পেরিয়ে গেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...