ফের শোকের ছায়া! প্রয়াত হলেন দূরদর্শনের জনপ্রিয় ও ৮০ দশকের অন্যতম সংবাদ সঞ্চালিকা গীতাঞ্জলি আইয়ার৷ ৭ই জুন, বুধবার তাঁর মৃত্যু হয় নয়াদিল্লিতে৷ তিনি পারকিন্সান্স ডিজিজে আক্রান্ত ছিলেন। পারিবারিক সুত্র থেকে জানা গিয়েছে যে তিনি সন্ধাভ্রমণ সেরে বাড়ি ফিরে আসার পর হঠাৎ করেই তাঁর মৃত্যু হয়। তিনি ৩০ বছর ধরে দূরদর্শনে কাজ করার পাশাপাশি প্রথম ইংরেজি সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করেছিলেন। দূরদর্শনের অন্যতম প্রথম সংবাদ সঞ্চালিকা ছিলেন তিনি যিনি ইংরেজিতে সংবাদ পড়া শুরু করেন। সংবাদ সঞ্চালিকা গীতাঞ্জলি আইয়ারকে চেনেন না, এমন লোক খুব কমই আছেন এই দুনিয়ায়, আর তাই তাঁর এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিকতার জগতে নেমে আসে শোকের ছায়া।
১৯৫৯ সালে জন্ম হয় দিল্লি দূরদর্শনের। গীতাঞ্জলি আইয়ার কলকাতা লোরেটো কলেজ থেকে স্নাতক হওয়ার পর ১৯৭১ সালে দূরদর্শনে যোগ দেন৷ এরপর ৩০ বছর জোরকদমে চলে তার কর্মজীবন। গীতাঞ্জলী দেবী চার বার সেরা পাঠিকার সম্মানে ভূষিত হয়েছেন৷ ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিপ্লোমা পাওয়া প্রয়াত সংবাদপাঠিকা ছিলেন আটের দশকের বিজ্ঞাপন দুনিয়ার পরিচিত মুখ৷ ১৯৮৯ সালে তিনি সম্মানিত হন ইন্দিরা গান্ধি প্রিয়দর্শিনী পুরস্কারে৷ সাংবাদিকতায় তাঁর অবদান, কীর্তি ও কাজের জন্যই এই পুরস্কার পেয়েছেন তিনি। বিপুল জনপ্রিয়তার সুবাদেই অভিনয়ের অফারও পেয়েছিলেন তিনি, শ্রীধর ক্ষীরসাগরের টেলিভিশন সিরিজ ‘খানদান’-এ তিনি অভিনয় করেন৷ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন গীতাঞ্জলি৷ছোট করে কাটা চুল, যাকে ‘বব কাট’ বলে আমরা চিনি, তার সঙ্গে শাড়ি আর মুক্তোর ছিমছাম গয়নায় একটা আলাদা ব্যক্তিত্ব আর রুচি শোভা দিত, এইভাবেই তাকে সবাই চিনতো। গীতাঞ্জলি দেবীর কণ্ঠ এবং সঞ্চালনার সাথে সাথে সংবাদ পড়ার স্টাইলও জনপ্রিয় হয়েছিল।
বুধবার তাঁর মৃত্যুর কথা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রচুর মানুষকে শোকপ্রকাশ করতে দেখা যায়। সাংবাদিক শীলা ভাট টুইট করেছেন, ‘‘ভারতের সেরা টেলিভিশন সংবাদপাঠিকাদের মধ্যে একজন গীতাঞ্জলি আইয়ার৷ আভিজাত্যপূর্ণ এই নারী প্রয়াত হলেন৷ তাঁর পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি৷’’
কংগ্রেস নেতা নেত্তা ডি’সুজা টুইট করেন ‘‘টেলিভশনের পর্দায় গীতাঞ্জলি আইয়ারের আভিজাত্যপূর্ণ উপস্থিতি রয়েছে আমাদের স্মৃতিতে৷ টিভিতে খবর দেখার অভিজ্ঞতায় তিনি অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছি৷ তিনি শাশ্বত শান্তির জগতে বিচরণ করুন৷’’
তাঁর প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতের একটি যুগের অবসান হল। চলে গিয়েও থেকে যাবেন দূরদর্শনের গীতাঞ্জলি আইয়ার।