কলকাতার এক বিখ্যাত বনেদি বাড়ি হল ‘মল্লিকবাড়ি ‘। প্রায় বহু বছর ধরে এখানে দূর্গা পুজো হয়ে আসছে। ভবানীপুরের এই ‘মল্লিক বাড়ি’-র মানেই হল বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও তার কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিকের বাসস্থান।
প্রত্যেক বছর সেই বাড়িতে ধুমধাম করে দূর্গা পুজো হয়। এইদিনগুলিতে সাধারণ মানুষেরা তাঁদের সাথে দূর্গা পুজোর আনন্দ নেয়।
এই বাড়িতে দীর্ঘ বছর ধরে এখনও এক রীতি চলে আসছে। সেটা হল জন্মাষ্টমীর দিন থেকে ঠাকুর গড়া শুরু করা। এবছরও শুরু হয়ে গিয়েছে দূর্গা পুজোর প্রস্তুতি। এই বিষয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন , “আমি ছোটবেলার পুজো যেভাবে অনুভব করেছি, কোয়েলও সেই অনুভূতিটা পেয়েছে। একটা বয়সে পৌঁছনোর পরে সবচেয়ে বেশি আনন্দ হত ছোটদের দেখে। পুজোর সময় ছোটরা যেন পাখি। নতুন জামা, পড়াশোনা নেই.. সব মিলিয়ে ওরা ভীষণ খুশি থাকত। “
এই বছর ‘মল্লিক বাড়ির’ পুজোর কি পরিক্রমা হতে চলেছে? এই বিষয়েও অভিনেতা সংবাদ মাধ্যমের দ্বারা জানিয়েছেন যে প্রত্যেক বছরের মতো এবারেও ভবানীপুরের পুরনো বাড়িতে তারা যাবেন। সবার সঙ্গে একসঙ্গে পুজো কাটাবেন। রঞ্জিত মল্লিকের পুজোর নিয়মকানুনগুলোর মধ্যে যুক্ত থাকতে ভীষণ ভাল লাগে। অভিনেত্রী কোয়েলও ঠিক তেমনই। এখন ছোট্ট কবীরেরও পুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকে।
তিনি আরও জানান যে এই বয়সে পৌঁছে, পুজো এলে তিনি একটু পুরনো সময়গুলো মিস করেন। কারণ তার ছোটবেলায় অনেক বড়রা ছিলেন পুজোর হাল ধরার জন্য। ছোট থাকায় কেবল আনন্দই করেছে সেই সময়। এখন আর সেই সময় সেই, মানুষগুলোও নেই। পুজো এলে তাই পুরনো কথা মনে পড়ে মনখারাপ হয়ে অভিনেতার।
জানা যায়, মল্লিকবাড়িতে পুজোর কয়েকটা দিন ধুতি-পাঞ্জাবিতে সপরিবারের সাথে সময় কাটাবেন। পুজোর সময় মল্লিকবাড়ি গিয়ে তাঁর দেখা পাওয়া অনুরাগীদের অন্যতম আকর্ষণ থাকে। এই বছরেও ঠিক এটাই হবে।
মল্লিকবাড়ি এখন পুরো নতুন রূপে সেজে উঠছে মায়ের আসার জন্যে।