দূষণ থেকে মুক্তি দিতে শহরের ভরসা সৌরশক্তি। কলকাতা পুরসভার পার্কে সৌরশক্তি চালিত আলো ব্যবহারে কমে গিয়েছে দূষণ মাত্রা। সাম্প্রতিক সমীক্ষায় এমনই তথ্য উঠে এল। জানা গিয়েছে, সৌরশক্তির ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইডের পরিমান কমে হয়েছে ৫,৮৮৩.৯ কিলোগ্রাম। একবছরে সৌরশক্তি পরিচালিত আলো ব্যবহার করে দূষণের মাত্রা বেশ খানিকটা কম হয়েছে। এই বিষয়ে কলকাতা পুরসভার উদ্যান দফতরের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, পরিবেশ দূষণ কমাতে বেশি করে সৌরশক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়। এখনও পযর্ন্ত শহরের ৭টি উদ্যানে সৌরশক্তি চালিত আলো ব্যবহার করা হচ্ছে। যেহেতু শীতকালে দূষণের মাত্রা বাড়ে তাই বৈদ্যুতিক আলোর পরিবর্তে পরিবেশ বান্ধব সৌরশক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়। এই বিষয়ে পুর কতৃপক্ষ জানায়, সাধারনতঃ কয়লাকে মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যার কারনে দূষণের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। তবে জ্বালানি হিসাবে কয়লা ব্যবহার করলে তার খরচও বেড়ে যায়। এক্ষেত্রে সৌরশক্তি ব্যবহার করলে খরচও বেশ কম হবে। তাই শহরে গ্রীন হাউস তৈরি করতে কলকাতা পৌরসভা ইতিমধ্যে বেশ উদ্যোগী হয়ে উঠেছে। যার ফলে সৌরশক্তির ব্যবহারও বেশ বৃদ্ধি পেয়েছে। মোট শহরের সাতটি পার্কে গত একমাস ধরে সৌরশক্তি চালিত আলো ব্যবহার করা হচ্ছে। তবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে এই সাতটি পার্কের মধ্যে রয়েছে উত্তর কলকাতার কলেজ স্কোয়ার, দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক, বেহালার মোহিনী কুঞ্জ, পাটুলি উপনগরী উদ্যান ইত্যাদি।