অনুরূপ আর বৃষ্টিলেখার সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই পরিবারে নানা কথার ঝড় বইছে। তাদের বিয়ে নিয়েও তোড়জোড় শুরু হয়। কিন্তু এরই মাঝে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মহুল শুনে ফেলল রোদ্দুর আর বৃষ্টিলেখার কথোপকথন। সে রোদ্দুরকে জানায় বৃষ্টিলেখা হয়ত অ্যারেস্ট হবে। কিন্তু কারণটা সে জানায় না।
ওদিকে হোলির দিন বাড়িতে পুলিশ আসে। পুলিশ জানতে চায় যে সেই বাড়িতে কোনও নতুন সদস্যের আগমন ঘটেছে কিনা। পুরো ব্যাপারটা আঁচ করতে পারে রোদ্দুর। সে মহুলের কথার সঙ্গে পুলিশের আসাটা মেলাতে থাকে। পুলিশের বক্তব্য, তারা অনেকদিন ধরে এক মহিলা সন্ত্রাসবাদীকে খুঁজছে। রোদ্দুর গোটা বিষয়টা সামলে নেয়। অনুরূপ খুশি হয়।
এই প্রথম মন থেকে রোদ্দুরকে সাধুবাদ দিল অনুরূপ।
বৃষ্টিলেখা কি তা হলে সত্যিই সন্ত্রাসবাদী? ধারাবাহিকের মূল প্রশ্ন এখন এটাই।
আগামী ৫ এপ্রিল অবধি এই ধরনের গল্পেই সাজিয়ে রাখা হয়েছে 'ফাগুন বউ' ধারাবাহিক। তাই দেখতে ভুলবেন না। 'ফাগুন বউ' দেখুন সোম থেকে শুক্র রাত সাড়ে ৮ টায়, স্টার জলসায়।