রেল মন্ত্রক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে রেলের উন্নতিকল্পে। তার মধ্যে ট্রেনের টিকিট সংক্রান্ত বিষয় যেমন আছে, তেমনি আছে স্বচ্ছতা সংক্রান্ত বিষয় এবং খাবারের পরিচ্ছন্নতা ও সুরক্ষা বিষয়ক বিষয়। এর সঙ্গে যুক্ত হল আরও একটি বিষয়, যা যাত্রীদের সুরক্ষা দেবে এবং আশ্বস্ত করবে। অতি সম্প্রতি মালদায় একটি ট্রেন ডাকাতি হয়ে গেলো, যা যথেষ্ট সাড়া ফেলেছে এবং রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।
রেলমন্ত্রকের ডিরেক্টর রাজেশ ডি বাজপেয়ী জানাচ্ছেন, রেলের সুরক্ষাকে আরও মজবুত করতে রেলের আন্তঃজোনাল অঞ্চলগুলিতে তৈরী হচ্ছে স্পেশাল স্কোয়াড। যার ফলে এবার থেকে ট্রেনের সাধারণ যাত্রীদের সঙ্গেই মিশে থাকবেন সাদা পোশাকের রেল পুলিশ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স সূত্রে খবর, ৯জানুয়ারি রাতে মালদা ডিভিশনের কিউল-জামালপুর সেকশনের মাঝে নয়াদিল্লি-ভাগলপুর এক্সপ্রেস ট্রেনে ট্রেন ডাকাতির ঘটনার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনে ডাকাতির ঘটনা এড়ানোর জন্য আরপিএফ-এর নজরদারির পরিমান বৃদ্ধি তো করা হচ্ছেই, তার সঙ্গে বেশ কিছু পরিমানে মিশিয়ে দেওয়া হবে সাদা পোশাকের রেল পুলিশ। রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানত দেরিতে চলছে, এমন দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনগুলিতে বিশেষ নজরদারি চালানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই ট্রেনগুলিতে ডাকাতদের ধরার জন্য বিশেষ পরিকল্পনা করা হচ্ছে। এইভাবেই ট্রেনের যাত্রীদের আরো বেশি সুরক্ষা দিতে বদ্ধপরিকর রেল মন্ত্রক-তার জন্য নেওয়া হচ্ছে বেশ কিছু পদক্ষেপ যা সাধারণ মানুষকে নিশ্চিন্ত করবে।