২৮৪ জন অ্যাথলেট ৩৬৮ টি পদক

২৮৪ জন অ্যাথলেট ৩৬৮ টি পদক। আবু ধাবিতে সম্প্রতি শেষ হওয়া স্পেশাল অলিম্পিকে ভারতের সমীক্ষাটা এমনই ছিল। যার মধ্যে আছে ৮৫টি সোনা, ১৫৪টি রুপো ও ১২৯ টি ব্রোঞ্জ। সব থেকে বেশি সোনা এসেছে পাওয়ার লিফ্টার বিভাগে- ২০টি সোনা, ৩৩টি রুপো ও ৪৩টি ব্রোঞ্জ। রোলার স্কেটিং বিভাগ থেকে এসেছে ১৩টি সোনা, ২০টি রুপো ও ৪৯টি ব্রোঞ্জ। তাছাডা়ও ১১টি সোনা, ১৪টি রুপো ও ২০টি ব্রোঞ্জ এসেছে সাইক্লিং বিভাগে। সবচেয়ে কম পদক এসেছে অ্যথলেট বিভাগে,  ৫টি সোনা, ২৪টি রুপো ও ১০টি ব্রোঞ্জ। অ্যাথলেটদের এহেন পারফরম্যান্সে যথেষ্ঠ উচ্ছ্বসিত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবরটি পাওয়ার সাথে সাথে টুইটারের মাধ্যেমে অভিনন্দন জানান সকল অ্য়াথলেটদের। টুইটারে তিনি জানান অ্যাথলেটদের এই পারফরম্যান্স,  আগামি প্রজন্ম কে আরও আগ্রহী করে তুলবে অলিম্পিকে অংশগ্রহন করার জন্য। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...