রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

১৭ মের পর আবার বাড়তে পারে লকডাউন। তবে ছাড় দেওয়া হবে বেশ কিছু ক্ষেত্রে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এমনই আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

চতুর্থ দফার লকডাউন ঘোষণা হলে কোন রাজ্য কোন কোন ক্ষেত্রে কতটা ছাড় চায় আগামী ১৫ মের মধ্যে জানাতে হবে কেন্দ্রকে। আজ রাত আটটায় করোনা মোকাবিলা এবং লকডাউন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিনি যে দ্রুত অর্থনৈতিক ক্ষেত্রকে চালু করতে চাইছেন তা স্পষ্ট করে দেন রাজ্যগুলির কাছে।

বিহার, পঞ্জাব, মহারাষ্ট্র ও অসমের মতো অন্তত চারটি রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে মত জানান। কিছু রাজ্যে দিনে ছাড় দিয়ে সন্ধ্যা সাতটা থেকে সকাল ৭টা পর্যন্ত ‘নাইট কার্ফু’র প্রস্তাব দিয়েছে। তবে মুম্বই, দিল্লি, আমদাবাদ, চেন্নাই, পুণে ও ইন্দোর— এখনও দুশ্চিন্তার কারণ। সব রাজ্যই ছোট-মাঝারি শিল্প থেকে শুরু করে পরিকাঠামো প্রকল্পের জন্য সুরাহা, সুদের হার কমানো, কৃষিপণ্যের বাজারের ব্যবস্থা এবং বড় করোনা মোকাবিলার পরিকাঠামো গড়ে তুলতে আর্থিক প্যাকেজ দাবী করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ইতিমধ্যেই অনুদান হিসেবে পশ্চিমবঙ্গ-সহ ১৪টি রাজ্যের জন্য ৬,১৯৫ কোটি টাকা মঞ্জুর করেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...