'পরীক্ষা পে চর্চা' ২০২০ সংঘটিত হবে আগামী বছরের শুরুতেই

২০২০ সালে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা' নামক প্রোগ্রামে কথা বলবেন। আসন্ন পরীক্ষাগুলিতে যাতে স্ট্রেস ফ্রি পরীক্ষা দিতে পারে পড়ুয়ারা, সেই বিষয়েই আলোচনা করবেন প্রধানমন্ত্রী সকলের সঙ্গে। ২০১৮ সাল থেকে প্রতি বছর এই রকম অনুষ্ঠানের আয়োজন করছেন প্রধানমন্ত্রী, যেখানে পরীক্ষায় কীভাবে চাপমুক্ত থাকা যায়, তা নিয়ে আলোচনা করা হয়।

                    এ বার ওই আলোচনামূলক অনুষ্ঠানের তৃতীয় বছর হবে। সিবিএসই, আইসিএসই সহ বিভিন্ন রাজ্যের পরীক্ষা বোর্ডগুলি তাদের বোর্ড পরীক্ষা নেওয়া শুরু করে জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে। তবে ঠিক কোনদিন এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে, তা এখনই প্রকাশ করা হয়নি। একজন আধিকারিক জানান, প্রশ্নের উত্তর দিয়ে যাঁরা নিজেদের নথিভুক্ত করতে পারবেন, তাঁদের তারিখ জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী নিজেই তাঁর ট্যুইটার হ্যান্ডেলে জানান, ক্লাস ৯-১২ অব্দি যে সমস্ত পড়ুয়া প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে জিততে পারবে, তাদের সঙ্গে সকলে মিলে 'পরীক্ষা পে চর্চা' করা যাবে। পরীক্ষার চাপ কমানোর জন্য সবাই এখানে চলে এসো। উল্লেখ্য, 'মাই গভঃ ইন্ডিয়া' পোর্টাল-এ(https://innovate.mygov.in/ppc-2020/) গিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকারা কিছু প্রশ্নের জবাব দিয়ে প্রতিযোগিতায় জিততে পারলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন। এই প্রতিযোগিতা শুধুমাত্র ক্লাস ৯ থেকে ১২অব্দি পড়ুয়াদের জন্যই সীমাবদ্ধ। প্রশ্নপত্রের ৫টি প্রশ্নের মধ্যে যে কোনও একটি বিষয়ের ওপর ১৫০০ শব্দের মধ্যে লিখে পাঠাতে হবে। পড়ুয়ারা তাদের জিজ্ঞাস্য কোনও প্রশ্নও পাঠাতে পারে ৫০০ শব্দের মধ্যে।

                     গত বছর এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি সংঘটিত হয়েছিল ২৯ জানুয়ারি দিল্লির তালকোটরা স্টেডিয়ামে। যেখানে প্রধানমন্ত্রী ২০০০ ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় মেতে উঠেছিলেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...