গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে ভারী বর্ষণ। কলকাতা শহরও জলমগ্ন। গতকালই তুমুল বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে। তার মধ্যে আমরা খবর পেয়েছি, ভিক্টোরিয়ার কাছে বাজে পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া অন্যান্য জেলাতেও বাজ পড়ে মৃতের সংখ্যা বেশ কয়েকজন। আগামী দুদিনও নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দেখছেন না আবহাওয়াবিদরা। এই গোলযোগের মধ্যে কিভাবে নিজেকে রক্ষা করবেন, তা নিয়েই আজ আলোচনা করা যাক।
তুমুল বৃষ্টিতে বাড়ির জানালা দিয়ে বৃষ্টি দেখতে সকলেরই ভালো লাগে। কিন্তু যখন আমরা সেই সময় বাইরে থাকি, তখন বোঝা যায়, প্রকৃতি কিভাবে আমাদের অসহায় করে রাখে। অবিরাম বৃষ্টিতে রাস্তায় জল জমে আমাদের চলাফেরায় যথেষ্ট অসুবিধার সৃষ্টি করে। তার ওপর যদি বাজ পড়ে, তাহলে তো আর কথাই নেই। যতক্ষন না বাড়িতে ফিরছি, ততক্ষন শান্তি নেই। কিন্তু আমরা যদি রাস্তায় বেরিয়ে একটু সচেতন থাকতে পারি, তাহলে অনেকখানি দুর্ঘটনা এড়ানো যায়। আসুন জেনে নিই, কিভাবে নিজেদের আমরা সুরক্ষিত রাখবো, রাস্তায় বাজ পড়ে দুর্ঘটনার কবলে পড়া থেকে।
*বৃষ্টি নামলে, তা জোরে নামার আগেই আশপাশে পাকা বাড়ি খুঁজে নিন। ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কখনোই খোলা বা উঁচু জায়গায় দাঁড়াবেননা। সবচেয়ে ভালো হয়, যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন।
*চার পাশে খেয়াল রাখুন বজ্রপাতের সময়। যে দিকে বাজ পড়ার প্রবণতা বেশি রয়েছে, সেদিক বর্জন করুন। কেউ আপনার সামনে আহত হলে, তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।
*বৃষ্টি বা বজ্রপাতের সময় ধাতব পদার্থ এড়িয়ে চলুন। বাড়ির কল, সিঁড়ির রেলিং, পাইপ-ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি, ল্যান্ড লাইন টেলিফোনও এই সময় ধরবেন না।
*খালি পায়ে বা ভেজা জুতো পরে থাকা বর্ষাকালে যথেষ্ট বিপজ্জনক। যদি একান্তই এই ব্যাপারটি এড়িয়ে চলতে না পারেন, তাহলে গামবুট পরে নিন।
*উঁচু গাছপালা এবং বিদ্যুতের লাইন থেকে দূরে থাকুন। উঁচু গাছ বা বিদ্যুতের খুঁটি, খুব সহজেই বজ্রপাতের আওতায় পড়ে। ফাঁকা জায়গায় কোনও যাত্রী ছাউনি বা বড় গাছ ইত্যাদিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকে।
*বাড়ির ভেতর থেকে যতই বৃষ্টি দেখতে ভালোবাসুন না কেন, যদি বিদ্যুতের ঝলকানি দেখতে পান, তখনই সতর্ক হয়ে যান, জানালা বন্ধ করে দিন। জানালার কাছাকাছিও থাকবেননা। জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকুন।
*টিভি, ফ্রিজ,মাইক্রোওয়েভ ইত্যাদি ইলেক্ট্রনিক জিনিসপত্র বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন। অব্যবহৃত যন্ত্রপাতির প্লাগ আগে থেকেই খুলে রাখুন। এই সময় এগুলিতে হাত লাগাবেন না।
* রাস্তায় গাড়ির ভেতর থাকলে বজ্রপাতের সময় যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করুন। তা যদি সম্ভবপর না হয়, তাহলে কোনও গাড়িবারান্দা বা ছাউনির নিচে গাড়ি নিয়ে যান। এই সময় গাড়ির কাঁচে হাত দেবেন না।
এইরকম কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা কিন্তু সহজেই নিজেদের রক্ষা করতে পারব। তাই তেমন দুশ্চিন্তা না করে সঠিক পদ্ধতিতে নিজেদের সুরক্ষিত রেখে রাস্তায় বেরিয়ে পড়ুন।