শালপাতার থালাবাটি কিনতে উদ্যোগী রাজ্যসরকার

এবার জঙ্গলমহলের আদিবাসীদের তৈরী শালপাতার থালাবাটি কিনতে উদ্যোগী হলো রাজ্য সরকার| সূত্রের খবর থেকে জানা গেছে যে আদিবাসীদের কাছ থেকে ন্যুন্যতম সহায়ক মূল্যেই শালপাতা থেকে প্রস্তুত থালাবাটি কিনবে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদ| বহু সময়েই তারা সঠিক মূল্য পাননা বলেই সূত্রের খবর| তাই এবার সরকার তাদের কাছ থেকে নির্দিষ্ট মূল্যে জঙ্গলমহলের আদিবাসীদের কাছ থেকে ন্যুনতম ৭০ পয়সা দামে ওই থালাবাটি কিনবে বলে জানা গেছে|

   রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ বীরভুম, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া জুড়ে শালপাতার থালাবাটি  তৈরী করে যা কিনা তাদের একমাত্র রুজিরুটি। কিন্তু জানা গেছে যে পাতার যোগান বেশি থাকলে ওই থালা বাটির দাম হয়ে দাঁড়ায় ২৫ পয়সা| ফলে অনেকসময়ই সঠিক দাম পাননা তাঁরা, আর তারই সুরাহা করতে ওই সামগ্রী ৭০ পয়সা দামে কিনবে খাদি এমনটাই জানা গেছে, যদিও রাজ্যের তরফে এর আগে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যন্ত্রের সাহায্যে শালপাতা দিয়ে নানা তৈজসপত্র বানানোর কাজ শুরু হয়েছে কিন্তু অনেকসময়ই তা সঠিক পরিকাঠামো ও পরিকল্পনার অভাবে সফল হয়না, শালপাতা বেশিদিন ঘরে রাখলেও তা শুকিয়ে যাওয়ার সম্ভবনা তাই তা যখন যে দামে পাওয়া যায় সেই দামেই বিক্রি করতে বাধ্য হন এই সব আদিবাসীরা| এবার রাজ্যের উদ্যোগে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীন শিল্প পর্ষদ এর হাল ধরলে খানিক সুরাহা হবে বলে জানা গেছে|  এই নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলিতেও সচেতনতা প্রচার চালানো হবে বলে জানা গেছে |

এটা শেয়ার করতে পারো

...

Loading...