মাছের সঙ্গে প্লাস্টিক-ও তোলা হচ্ছে

সারা বিশ্ব জুড়েই পরিবেশ দূষণ নিয়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। বিভিন্ন মহলে বিভিন্নভাবে এই পরিবেশ দূষণ নিয়ে ভাবা হচ্ছে। এমনই একটি ঘটনার কথা আজ জানাবো যা জেনে নিশ্চয়ই আপনারা অনুপ্রাণিত হবেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামএলেন ম্যাক আর্থার ফাউন্ডেশনের যৌথ রিপোর্ট বলছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে। তারা এমনটাই পূর্বাভাস দিয়েছে, মোটামুটি ৮৯৫ টন মাছ যদি থাকে গোটা বিশ্বের সমুদ্রে, তাহলে প্লাস্টিক থাকতে পারে ৯৩৭ টন। বিজ্ঞানীরা বলছেন গত ৫০ বছরে সমুদ্রে প্লাস্টিক-এর পরিমাণ ২০ গুণেরও বেশি বেড়ে যাওয়াতেই এমন দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

গ্রিসের বছর চব্বিশের এক তরুণ লেফতেরিস আক্রাবিস এই পরিস্থিকে সামনে রেখে তার কিছুটা সমাধান করার একটি উপায় বার করেছেন। এঁদের পাঁচ পুরুষের জীবিকা মাছ ধরা। সমুদ্রের সঙ্গেই দিন কাটে তাদের জীবিকার কারনে। স্থানীয় জেলেদের অভিজ্ঞতা আর প্রয়োজনীয় পড়াশোনা করে তিনি বুঝেছিলেন, প্লাস্টিক-ই সমুদ্রের তথা জেলেদের সংকটের অন্যতম কারন হতে চলেছে। তাই সমুদ্র স্বচ্ছ অভিযানে নামেন তিনি। উৎসাহিত করেছেন অন্য মৎসজীবীদেরও। প্রত্যেককে মাসে ২০০ ইউরো করে দেওয়াও শুরু করেন। সম্প্রতি ১০টি নৌকো নিয়ে শুরু হয়েছে আক্রাবিসের এই নতুন ধরনের প্রকল্প। প্রথম আড়াই মাসেই পাঁচ হাজার কেজি জঞ্জাল সমুদ্র থেকে সংগ্রহ করে পাড়ে আবর্জনা হিসেবে তোলা হয়েছে। যার ৮৪ শতাংশই প্লাস্টিক। সেই বর্জ্যগুলি প্রক্রিয়াকরণের ব্যবস্থাও করা হয়েছে। আক্রাবিসের আশা, যদি ২০২০ সালের মধ্যে নৌকার সংখ্যা ১০০ তে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতি মাসেই ১০ টন করে জঞ্জাল সমুদ্র থেকে তোলা সম্ভব হবে

এথেন্সের কাছে আর্গো সেরোনিক উপসাগরের অবস্থা সবচেয়ে খারাপ। তিন দিক থেকে আটকানো বলেই হাঁসফাঁস অবস্থা সেখানকার। সেখানে ওয়াশিং মেশিন, মডেল, প্লেন, খেলনা, পুতুল, শ'খানেক-এর ও বেশি বোতল উঠে এসেছিল সমুদ্র গর্ভ থেকে। ২০১৬ সালে আক্রাবিস দেখেছিলেন, মৎসজীবীরা জালে আটকানো জঞ্জাল সমুদ্রেই ফেলে দেন। তিনি এর ভয়াবহতা আন্দাজ করে তাঁদের অনুরোধ করেন, জঞ্জাল পাড়ে এনে রাখতে। কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি। তাই পরে তিনি এই কাজ করার জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা করেন। তাঁকে এই ব্যাপারে পরিবেশ নিয়ে কাজ করা কিছু সংগঠন ও সাহায্য করতে এগিয়ে আসে। এর ফলস্বরূপ এখন বেশ কিছু মৎসজীবী মাছ ধরার পাশাপাশি সমুদ্রে জঞ্জাল পরিষ্কারের কাজও করছেন মন দিয়ে।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...