বেশ কয়েক বছর ধরেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সরকার বিশেষ ভাবে চিন্তিত হয়ে পড়েছে| সুস্থ ও দূষণমুক্ত পরিবেশ বজায় রাখতে এবার সরকাকের নতুন পদক্ষেপ নিলো| শবরীমালা মন্দিরে প্লাস্টিকজাত দ্রব্য পুরোপুরি নিষিদ্ধ করল করলো হাইকোর্ট| বছর দুই আগে মন্দিরের আশেপাশে প্লাস্টিকের বোতল বা প্যাকেটে জল ও প্লাস্টিকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করেছিল হাইকোর্ট| এ বার আদালত জানাল, প্রধান পূজারির অনুমতিতে শুধু পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরী জিনিসই মন্দিরে আনতে পারবেন ভক্তরা|