Plane Crash: ভয়াবহ দুর্ঘটনার কবলে গায়ক ভিন্স নিলের মালিকানাধীন জেট বিমান, আহত গায়কের নায়িকা

ভয়াবহ দুর্ঘটনার কবলে গায়ক ভিন্স নিলের মালিকানাধীন জেট বিমান। এই ঘটনাটি ঘটেছে আমেরিকার স্কটসডেল বিমানবন্দরে।

 

হাইলাইটসঃ
১। দুর্ঘটনার কবলে গায়ক ভিন্স নিলের মালিকানাধীন জেট বিমান
২। ঘটনাটি ঘটেছে আমেরিকার স্কটসডেল বিমানবন্দরে
৩। দুর্ঘটনায় এক জনকে মৃত ঘোষণা করা হয়

 

জানা গেছে, ভিন্স নিলের ব্যক্তিগত বিমান লিয়ারজেট ৩৫এ অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাণিজ্যিক গাল্ফস্ট্রিম ২০০ জেটের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় তিন জন আহত হয়েছে ও এক জনকে মৃত ঘোষণা করা হয়। যদিও, দুর্ঘটনার সময় ওই বিমানে ছিলেন না গায়ক।

এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গেছে, ভিন্সের ব্যক্তিগত বিমান আমেরিকার স্কটসডেলের বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাণিজ্যিক বিমানে গিয়ে সজোরে ধাক্কা মারে। সোমবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর বিমানকর্মীরা দ্রুত পৌঁছে ঘটনাস্থলে উদ্ধারকাজ শেষ করে। দুর্ঘটনার সময় বিমানে ছিলেন গায়কের প্রেমিকা রেন আন্দ্রেয়ানি। তিনি গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, তাঁর পাঁজরের পাঁচটি হাড় ভেঙেছে। এছাড়াও দুর্ঘটনায় আন্দ্রেয়ানির এক বন্ধু অ্যাশলেও আহত হয়েছেন। বর্তমানে দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। রেন এবং অ্যাশলে বিমানে একাধিক পোষ্য নিয়ে উঠেছিলেন। যদিও তারা নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...