আমেদাবাদের ইকেএ এরিনায়, প্রো কাবাডির সপ্তম সংস্করণে দাবাং দিল্লিকে হারাল বেঙ্গল ওয়ারিয়ার্স। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল বাংলার এই ফ্যাঞ্চাইজি দল। মনিন্দর সিং ও মহম্মদ নবিবক্সের হাত ধরে একে একে এগিয়ে চলে বেঙ্গল ওয়ারিয়ার্স। তবে রবিবার দলে ছিলেন না মনিন্দর, যার ফলে শুরু থেকেই চাপানউতর ছিল যে বাংলা কি পারবে তাদের বিখ্যাত রেইডার তথা অধিনায়ক কে ছাড়া দিল্লির মত কঠিন দলকে পাল্লা দিতে?
শুরুতেই ৮ পয়েন্টের লিড নিয়ে যখন এগিয়ে যায় দিল্লি, তখন এক প্রকার ধরেই নেওয়া হয়েছিল যে দিল্লি এইবারের চ্যাম্পিয়ন। তখন বাংলার সমতা ফেরাতে এগিয়ে আসে ইরানীয় অলরাউন্ডার মহম্মদ নবিবক্স। তার অলরাউন্ড পারফরম্যান্সের জেরে অল্প সময়ের মধ্যেই ম্যাচে ফিরে আসে বেঙ্গল ওয়ারিয়ার্স।
গোটা টুর্নামেন্ট জুড়ে দিল্লীর অ্যাটাক ভাল হলেও, ডিফিন্স ছিল খুবই দুর্বল। আর সেই সুযোগকে কাজে লাগাতে বিন্দু মাত্র সময় লাগে নি অল রাউন্ড দল বেঙ্গল ওয়ারিয়ার্সের। নিজেদের ডিফেন্স কে আরও পোক্ত করার সঙ্গে সঙ্গে অ্যাটাকে শক্তি বাড়িয়ে তোলে বাংলা। যা লাভদায়ক প্রমাণিত হয় তাদের জন্য। দ্বিতীয়ার্ধের শেষে ৩৯-৩৪ ফলাফলে হারিয়ে দীর্ঘ ৭ বছর পর প্রো কাবাডি চ্যাম্পিয়ন হল বাংলা।