পিচ বলছে ব্যাটিং এগিয়ে

আইপিএল ২০১৯ এর ৪১ তম ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে ধোনি ব্রিগেড, অন্যদিকে ৪ নম্বরে আছে সানরাইজার্স। তাই আইপিএলের পয়েন্টস টেবিলে ২ এবং ৪ নম্বরে থাকা দুই দলের মধ্যে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। চিদাম্বরম, ব্যাটসম্যানদের সুবিধা প্রদান করে তাই দুই দলের অধিনায়ককেই সেই দিকে দৃষ্টিপাত করতে হবে। আর তা ছাড়া চেন্নাইয়ের ব্যাটিং ও হায়দ্রাবাদের বোলিং এই দুইয়ের মাঝে কে অবশেষে জয় পাবে সেটাই দেখার। কেননা এখনও  অবধি চেন্নাই এর ঘরের মাঠে হায়দ্রাবাদ একবারও জিততে পারে নি। তাই সেই রেকর্ড মুছে ফেলার জন্য, চেষ্টার খামতি রাখবে না কমলা বাহিনী।

চেন্নাই এর ঘরের মাঠে মূলত ১৮০-র কাছাকাছি রান জেতার জন্য যথেষ্ট। তবে দুই দলেই যেহেতু সেরা ব্যাটসম্যানরা আছে তাই ম্যাচ জেতার জন্য দুটি দলকেই তাদের সেরা বোলিং করতে হবে। আর চিদাম্বরম স্টেডিয়ামে খেলা হওয়ার দরুণ দুই দলের স্পিনারদের চমক আশা করাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...