নজির গড়লেন ভারতীয় বায়ুসেনা। রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফর্স আয়োজিত আন্তর্জাতিক বায়ু অনুশীলনে প্রথমবারের জন্য জায়গা করে নিল তারা। ডারউইন আর টিন্ডালের আর-এ-এ-এফ বেস থেকে টানা তিন সপ্তাহ ধরে চলবে এই অনুশীলন শিবির। ‘পিচ ব্ল্যাক-১৮’ নামক এই অনুশীলনে থাকবে ৪ হাজার জন কর্মী, ১৪০টি এয়ারক্রাফ্ট আর ১২টি দেশ। অনুশীলনে একটি কৃত্রীম যুদ্ধের পরিবেশ সৃষ্টি করা হবে| তারপর সেই যুদ্ধের পরিবেশে মিত্র পক্ষের যুগ্ম সাহায্যে শত্রুপক্ষের আক্রমন থেকে বাঁচার রাস্তা খুঁজে বার করতে হবে। আই-এ-এফ কন্টিজেন্ট থেকে থাকবে ১৪৫ জন যোদ্ধা। গড়ুর কমান্ডো টিমের সাথে সাথে থাকবে ৪টি সুখোই-৩০ এমকেআই ফাইটার প্লেন, সি-১৩০ আর ম-১৭ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট।