শহরে গোলাপি ট্যাক্সি

কলকাতা শহরে হলুদ ট্যাক্সি, নীল-সাদা ট্যাক্সি, সাদা ক্যাব-এর পাশাপাশি এবারে আসতে চলেছে গোলাপি ক্যাব। মহিলাদের দ্বারা চালিত এবং মহিলা যাত্রী সহ এই ক্যাব ছুটে চলবে আমাদের শহরে। চারদিকে ট্যাক্সি বা ক্যাব-এ যেরকম মহিলাদের অসুবিধের মধ্যে পড়তে হয়, তাতে করে এই নতুন ট্যাক্সি তাদের অনেকটাই সুরক্ষা দেবে মনে করা হচ্ছে। যা যা প্রয়োজন, সেগুলো পূরণ করলে এই গোলাপি বা পিঙ্ক ট্যাক্সি গতিধারা প্রকল্পের আওতায় আসবে বলেও জানানো হয় পরিবহন দফতর থেকে।

   এই ট্যাক্সির বনেট ও জানলার উপরিভাগ হবে গোলাপি রঙের, বাকি অংশটি সাদা রঙের হবে। মহিলা চালকদের পোশাকেও বিশেষত্ব থাকবে। যে মহিলা এই ট্যাক্সির পারমিট নিতে আসবেন, হয় তাঁকে নিজেকেই এই ট্যাক্সি চালাতে হবে অথবা কোনো মহিলা চালক নিয়োগ করতে হবে। ট্যাক্সিতে কেবল মহিলারাই উঠতে পারবেন, তবে কোনো পুরুষ যাত্রী নেবেন কি না তা নির্ধারণ করবেন ওই ট্যাক্সির চালক। পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, গতিধারা প্রকল্প ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে, অনেক বেকার যুবক এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন। অনেকে নিজেই গাড়ি কিনে চালাচ্ছেন আবার কেউ কেউ গাড়ি কিনে তা লাক্সারি ট্যাক্সি তে ভাড়াও দিতে পারেন। দুরকম সুযোগই থাকছে তাঁদের কাছে। ট্যাক্সি মালিক সংগঠনগুলি এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি হয়েছেন। তাঁদের মতে মহিলাদেরও এই রকম সুবিধা দিলে আখেরে সকলেরই সুবিধা হবে। তাছাড়াও প্রতিযোগিতাও বাড়বে। তাহলে বলাই যায়, আমরা শহরের রাস্তায় আর কিছুদিন পর থেকেই মহিলা চালক সহ  মহিলা যাত্রী সমন্বিত ট্যাক্সি দেখতে পাব।

এটা শেয়ার করতে পারো

...

Loading...