গোলাপি টেস্টের শুরুর দিন

 শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত ইডেন টেস্ট। প্রতীক্ষার কারণ বোধহয় নতুন করে কাউকেই আর বলার নেই। পিঙ্ক বল বা গোলাপি বলে খেলা হচ্ছে আজ ইডেনে ভারত - বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় পৌছেছেন সকাল দশটায়। তাঁকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

              আজ 'ইডেন বেল' বাজালেন দুই বাংলার দুই নেত্রী - মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনা। এদিকে ইডেন আলো করে আজ উপস্থিত থাকছেন তেন্ডুলকর, দ্রাবিড়, কুম্বলে, আজহারউদ্দিন, গাভাস্কার, মকপিলদেব বেঙ্গসরকার। থাকছেন চাঁদু বোরে। পাশাপাশি থাকছেন মেরি কম, সানিয়া মির্জা, গোপীচন্দ, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা প্রবৃত্তি দুঁদে খেলোয়াড়েরা। মিশে গেছে ক্রিকেট, অলিম্পিকের মঞ্চ।

              হাসিনা কলকাতায় আসার পর হোটেল থেকে সোজা ইডেনে চলে গেছেন। ম্যাচের উদ্বোধনের পর সংগীত পরিবেশন করবেন সৌরেন্দ্র, সৌম্যজিৎ। জানা গেছে, মোট ১৫ মিনিটের স্লট পেয়েছেন তাঁরা। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, দ্বিজেন্দ্রলাল, সত্যজিৎ রায়ের সিনেমার গান মিশিয়ে একটি মিশেল তৈরী করেছেন। গাইছেন দেশ এবং ভৈরবী রাগের গান। ড্রাম, বাঁশি, তবলা, গিটারও থাকছে। রাতে থাকছে রুনা লায়লা এবং জিৎ গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান। জানা গেল, ভিন্ন মাত্রার অনুষ্ঠান পরিকল্পনা করেছেন এঁরা দু'জনে। ইডেনে এই প্রথম রুনা লায়লা। সাপার ব্রেকে থাকছে টক শো। সচিন, দ্রাবিড়, লক্ষ্মণ এবং কুম্বলেকে নিয়ে হবে মিনিট পনেরোর এই অনুষ্ঠান। টি-ব্রেকে মিউজিক্যাল অনুষ্ঠানের সঙ্গে দু'দেশের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেটারদের সঙ্গে অলিম্পিয়ানদের সংবর্ধনা দেওয়া হবে।

              গতকাল রাত থেকেই শহরের সব সৌধ সেজে উঠেছিল গোলাপি রঙে। এই নিয়ে ট্যুইট-ও করেন শহরের দাদা সৌরভ, যাঁর উদ্যোগেই অনুষ্ঠিত হতে চলেছে এই গোলাপি টেস্ট ম্যাচ। এর পাশাপাশি মিষ্টির রং ও গোলাপি হয়ে উঠেছে শহরের বিভিন্ন দোকানে। একটি নামকরা মিষ্টির দোকানে পিঙ্ক বলের সন্দেশ দেখে বিস্মিত হয়ে গেছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই নিয়েও তিনি ট্যুইট করেন।

                Welcome to pink test ..⁦@JayShah@bcci pic.twitter.com/lk9h9AX7Ox

— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019

এটা শেয়ার করতে পারো

...

Loading...